এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,২৪ অক্টোবর : আজ রবিবার দুবাইয়ের মাঠে টি ২০ বিশ্বকাপে ভারত- পাকিস্তান মহারণ । এই ম্যাচ দেখার জন্য শুধু দু’দেশের মানুষই নয়, মুখিয়ে আছে গোটা বিশ্ব । রোমাঞ্চিত ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমসহ দু’দলের খেলোয়াড়রাও । কিন্তু পাকিস্থানের সঙ্গে এদিনের এই ক্রিকেট ম্যাচকে ‘রাষ্ট্রধর্ম’-এর বিরুদ্ধে বলে মন্তব্য করেছেন যোগগুরু বাবা রামদেব ।
নাগপুর বিমানবন্দরে সাংবাদিকেরা বাবা রামদেবের কাছে এদিনের ভারত-পাকিস্তানের ক্রিকেট ম্যাচ প্রসঙ্গে মতামত জানতে চাইলে তিনি বলেন, ‘পাকিস্থান ভারতে আতঙ্ক ছড়াচ্ছে । তাই আতঙ্কবাদ আর খেলা এক সঙ্গে চলতে পারে না । রবিবারে যে খেলা হতে চলেছে তা দেশের স্বার্থের পরিপন্থী । এটা রাষ্ট্রধর্মের বিরুদ্ধে ।’
ভারতের বিরুদ্ধে দুই ফর্ম্যাটের বিশ্বকাপেই পাকিস্তানের রেকর্ড অত্যন্ত খারাপ ৷ আজ পর্যন্ত কখনই ভারতের বিরুদ্ধে বিশ্বকাপে জিততে পারেনি পাকিস্তান । টি২০ ফর্ম্যাটে ভারত-পাকিস্তান ৮ বার মুখোমুখি হয়েছে ৷ যার মধ্যে ৭টি-তে জিতেছে ভারত ৷ মাত্র একটি ম্যাচ জিতেছে পাকিস্তান ৷ কিন্তু টি ২০ বিশ্বকাপে ৫ বার ভারতের মুখোমুখি হয়ে প্রতিবারেই হারের মুখ দেখতে হয়েছে পাকিস্তানকে । তাই এদিনের ম্যাচ ঘিরে উৎসাহিত উভয় দল । কারন একদিকে ভারত জয়ের ধারা অব্যাহত রাখতে চায় । অন্যদিকে পরাজয়ের খরা কাটিয়ে জয়ের মুখ দেখার জন্য উদ্রীব পাকিস্থান শিবির ।।