এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৪ অক্টোবর : বেআইনিভাবে চোলাই মদ বিক্রির অভিযোগে ৪ জনকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । পুলিশ জানায় ধৃতদের নাম দেবাশীষ দাস(২৫),সোনু দাস(৪০),চন্দু হাঁসদা(২৭) ও দেবু দাস(৫৫) । ধৃতদের মধ্যে সোনু ও চন্দুর বাড়ি ভাতার থানার বলগোনা গ্রামে । বাকি দু’জন যথাক্রমে কুলনগর ও বড়বেলুন গ্রামের বাসিন্দা । ধৃতদের কাছ থেকে মোট ৮০ লিটার চোলাই মদ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ । রবিবার ধৃতদের বর্ধমান আদালতে পাঠানো হয় ।
পুলিশ সুত্রে জানা গেছে,ধৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বেআইনি চোলাই মদের কারবার চালাচ্ছিল । তারা বাইরে থেকে চোলাই মদ কিনে এনে বাড়িতে বসে বিক্রি করত । স্থানীয় সুত্র থেকে খবর পাওয়ার পর শনিবার রাতে পরপর তিন গ্রামে অভিযান চালায় ভাতার থানার পুলিশের একটি দল । তারপর ধৃতদের হাতেনাতে গ্রেফতার করে পুলিশ । বেআইনি চোলাই মদের কারবার রুখতে কালীপুজোর মরশুম জুড়ে আরও কড়া নজরদারি চালানো হবে বলে জানিয়েছে পুলিশ ।।