এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,২৩ অক্টোবর : দেশ জুড়ে সংখ্যালঘু হিন্দুদের দূর্গাপূজো মন্ডপ,মূর্তিসহ বাড়িঘরে ভাঙচুর,অগ্নিসংযোগ, লুটপাট ও খুনের প্রতিবাদে ধর্ণা প্রদর্শন করলেন বাংলাদেশ হিন্দু বুদ্ধিস্ট ক্রিশ্চিয়ান ইউনিটি কাউন্সিলের সদস্যরা । শনিবার সকাল ৬ টা থেকে ঢাকার শাহাবাগ মোড়ে গন অনশনে বসেন বিভিন্ন হিন্দু সংগঠনের শতাধিক সদস্যরা । শুধু ঢাকার সাহাবাগই নয়, এদিন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ (বিএইচবিইউসি) দেশব্যাপী মিছিল,সমাবেশের ডাক দিয়েছিল । সেই উপলক্ষে মানিকগঞ্জে গণ-অনশন, গণ-অবস্থান ও বিক্ষোভ মিছিলের করে বাংলাদেশ হিন্দু-খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযান পরিষদের জেলা শাখার সদস্যরা । এদিন সকাল ৬ টা থেকে মানিকগঞ্জ কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিফলকের পাদদেশে গণ-অনশন ও গণ-অবস্থান শুরু হয় । চলে দুপুর ১২টা পর্যন্ত । বাংলাদেশ হিন্দু-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাকর্মীরা ছাড়াও মানিকগঞ্জ প্রেসক্লাব
ও আওয়ামীলীগের জেলা নেতৃত্বও এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন । গণ-অনশন ও গণ-অবস্থানে শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয় । মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা স্মৃতিফলকের পাদদেশে গিয়ে শেষ হয় ।
বাংলাদেশের জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু দেশজুড়ে হিন্দু সম্প্রদায়ের উপর হিংস্র হামলার ন্যায় বিচারের পাশাপাশি দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জন্য নিরাপত্তার দাবি জানিয়েছেন । তাঁর অভিযোগ, ‘প্রশাসনিক গাফেলতির কারনেই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা হামলার শিকার হয়েছেন ।’ পাশাপাশি তিনি বলেন, ‘অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের জন্য একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল এবং প্রশাসন থাকা জরুরি ।’।