দিব্যেন্দু রায়,কলকাতা,২২ অক্টোবর : অনুর্দ্ধ ১৩ বছরের কিশোরদের রাজ্যস্তরের মিনি ভলিবল লিগের গ্রুপের প্রথম খেলায় বিজয়ী হল কাটোয়ার ভারতী সংঘ । শুক্রবার কলকাতার ডবলুবিভিএ গ্রাউন্ডে আয়োজিত এই ম্যাচে হুগলির স্পোর্টস অ্যাকাডেমিকে ২-০ সেটে পরাজিত করে ভারতী সংঘ । ভারতী সংঘের তরফ থেকে কিশোর মালাকার জানিয়েছেন, কাটোয়া থেকে এই প্রথম কোনও দল রাজ্যস্তরের মিনি ভলিবল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহন করল ।
ওয়েস্টবেঙ্গল ভলিবল অ্যাসোশিয়েশনের তরফ থেকে ৩০ তম মিনি ভলিবল চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছে । অ্যাসোশিয়েশনের নিজস্ব মাঠে আয়োজিত লিগ পর্যায়ের এই টুর্নামেন্টে রাজ্য থেকে মোট ১৬ টি দল অংশগ্রহন করেছে । এ,বি,সি ও ডি এই চারগ্রুপে চারটি করে দলকে ভাগ করা হয়েছে । প্রথম গ্রুপে রয়েছে কাটোয়া ভারতী সংঘ । বাকি ৩ টি দল হল,হুগলি জেলার পোলবা স্পোর্টস অ্যাকাডেমি,হাওড়া অন্নপূর্ণা সমিতি ও রিষড়া যুবক সমিতি । এদিন গ্রুপের প্রথম খেলাটি হয় কাটোয়া ভারতী সংঘ ও পোলবা স্পোর্টস অ্যাকাডেমির মধ্যে । ৩ সেটের এই খেলায় পরপর দুই সেটেই জয়লাভ করে ভারতী সংঘ ।
কিশোর মালাকার জানান,গ্রুপের পরবর্তী খেলাটি আছে আগামী রবিবার । প্রতিদ্বন্দ্বী হাওড়া অন্নপূর্ণা সমিতি । ভারতী সংঘ গ্রুপের শেষ খেলাটি খেলবে রিষড়া যুবক সমিতির সঙ্গে আগামী ২৬ অক্টোবর । এদিন ম্যাচের আগাগোড়া যেভাবে ভারতী সংঘের খুদেরা দাপট দেখিয়েছে তাতে রাজ্যস্তরের এই চ্যাম্পিয়নশিপে তারা ভালো ফলাফল করবে বলে আশাবাদী কাটোয়াবাসী ।।