এইদিন ওয়েবডেস্ক,দামাস্কাস,২২ অক্টোবর : বনে আগুন ধরিয়ে কৃত্রিমভাবে দাবানলের সৃষ্টি করায় ২৪ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিল সিরিয়ার সরকার । গত বুধবার তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে খবর । তবে আসামিদের পরিচয় ও কিভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সেই বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি । এদিকে একসঙ্গে এত সংখ্যক মানুষের মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনার সমালোচনা করেছেন সিরিয়ার মানবাধিকার গবেষক সারা কায়ালি । তিনি বলেন, ‘২৪ জনের মৃত্যুদণ্ড কার্যকরের খবরটি খুবই মর্মান্তিক।’
গত বছর অক্টোবর মাসের শুরুর দিকে সিরিয়ার উপকূলীয় লাটাকিয়া এবং টারটাস ও হমস প্রদেশের শত শত একর বনভূমিতে আগুন ধরে যায় । দমকল বাহিনীর কর্মীদের দিন রাত প্রচেষ্টাতেও অল্প দিনের ভিতরে আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়নি । টানা প্রায় দু’মাস ধরে বিস্তীর্ণ এলাকার বনভূমি জ্বলেছিল । আগুনে তিনজন মারা গিয়েছিল,প্রায় ১৩ হাজার হেক্টার কৃষিজমি ও ১১ হাজার হেক্টর বনভূমি ধ্বংস হয়ে গিয়েছিল । এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছিল ৩৭০টিরও বেশি ঘরবাড়ি ।
পরে তদন্তে সিরিয়ার পুলিশ জানতে ওই দাবানল আসলে ছিল মনুষ্যসৃষ্ট ৷ দাবানলের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল । ধৃতদের বিরুদ্ধে দাহ্য পদার্থ ব্যবহার করে রাষ্ট্রীয় ও ব্যক্তিগত সম্পত্তি ধ্বংশ করার অভিযোগে মামলা রজু করা হয় । তাঁদের মধ্যে ১১ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৪ জনকে অস্থায়ী শাস্তি ও ৫ জন অপ্রাপ্ত বয়স্ককে ১০ থেকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হলেও ২৪ জনের মৃত্যুদণ্ডের আদেশ দেয় সিরিয়ার আদালত । আসামিরা নিজেদের অপরাধ স্বীকার করেছে বলে দাবি করেছে সিরিয়ার বিচার মন্ত্রণালয় ।।