প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২১ অক্টোবর : গাঁজা, হেরোইন,কোকেন এই সব মাদক দ্রব্যের
চোরাচালান কারবার যে হয় তা অনেকেই জানেন ।কিন্তু চোলাই মদের চোরাচালান কারবারও যে ইদানিং শুরু হয়েছে তা অনেকের কাছেই অজানা ছিল । যা প্রকাশ্যে এসেছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার পুলিশের চালানো অভিযানে প্রচুর পরিমাণ চোলাই মদ বোঝাই চারচাকা গাড়ি সহ এই পাচারকারী ধরা পড়ার পর । পুলিশের দাবি,চারচাকা গাড়িতে চোলাই মদ মজুত করে নিয়ে বুধবার রাতের অন্ধকারে হুগলী জেলা থেকে পূর্ব বর্ধমান জেলায় পাচার করতে এসেছিল পাচারকারীরা । এই পাচারকারী ছাড়া ও চোলাই মদসহ হুগলী জেলার আরও এক চোলাই পাচারকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে । চোলাই মদের চোরাচালানের জাল কতদূর বিস্তৃত রয়েছে রয়েছে তা পুলিশ খতিয়ে দেখছে ।
পুলিশ জানিয়েছে, বিপুল পরিমান চোলাই মদসহ ধরা পড়া ধৃতের নাম প্রদীপ দাস। অপর ধৃত সুকুমার রুইদাস । প্রদীপ হুগলী জেলার সিঙ্গুর থানার রতনপুর এলাকার বাসিন্দা। সুকুমারের বাড়ি হুগলীর তারকেশ্বর থানা এলাকায় । সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ দুই ধৃতকে বৃহস্পতিবার পেশ করে বর্ধমান আদালতে।সিজেএম ধৃতদের বিচার বিভাগীয় হেপাজতে পাঠিয়ে আগামী ৩ নভেম্বর ফের আদালতে পেশের নির্দেশ দিয়েছেন ।
এসডিপিও (বর্ধমান দক্ষিণ )আমিনুল ইসলাম খাঁন জানিয়েছেন ,জামালপুর থানা এলাকায় চোলাই মদ পাচার করতে আসার খবর পুলিশ গোপন সূত্র মাধ্যমে পায় । সেই খবর পাবার পরেই ওই রাতে পুলিশ অভিযানে নামে । জামালপুরের চকদিঘী পঞ্চায়েতের পর্বতপুর এলাকা দিয়ে যাওয়া একটি টাটাসুমো গাড়ির গতিবিধি দেখে পুলিশের সন্দেশ হয়। পুলিশ গাড়িটির পথ আটকায় । তারই মধ্যে গাড়িটিতে সওয়ার থাকা এক ব্যক্তি পালিয়ে যায় । গাড়ির অপর আরোহী প্রদীপ দাসকে পুলিশ ধরে ফেলে ।গাড়িতে তল্লাশী টালানো হলে একাধীক পাউচে ভর্তি ১২০০ লিটার চোলাই মদ উদ্ধার হয়েছে । প্রদীপ দাসকে গ্রেপ্তার করার পাশাপাশি চোলাই মদ সহ টাটা সুমো গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। এসডিপিও বলেন, ‘ধৃত প্রদীপকে জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে পূর্ব বর্ধমান জেলার রায়না , মাধবডিহি সহ বিভিন্ন জয়গায় পাচারের জন্য টাটা সুমোয় প্রচুর মদ বোঝাই করে নিয়ে হুগলীর সিঙ্গুর থেকে তারা আসছিল । এসডিপিও বলেন, ‘এই চোলাই মদ কারবারী চক্রের মূল পাণ্ডার সন্ধান চালানো হচ্ছে । পুলিশের একই রকম অভিযানে সুকুমার রুইদাস নামে তারকেশ্বরের এক চোলাই মদ পাচার কারিকেও গ্রেপ্তার করা হয়েছে। অভিযান জারি থাকবে বলে এডিপিও জানিয়েছেন ।।