এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,২১ অক্টোবর : টুইটার এবং ফেসবুক থেকে নিষিদ্ধ হওয়ার পর এই দুই ‘বিগ টেকের’ বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করে দিলেন আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প । বুধবার রাতে তিনি ঘোষণা করেন, তাঁর কোম্পানী ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ ‘ট্রুথ সোশ্যাল'(Truth Social) নামে একটি নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চালু করবে । এই প্রসঙ্গে ট্রাম্প বলেন, “বিগ টেকের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই এই উদ্যোগ । আমরা এমন একটি বিশ্বে বাস করি যেখানে ট্যুইটারে তালিবানের ব্যাপক উপস্থিতি রয়েছে । তা সত্ত্বেও আপনাদের প্রিয় আমেরিকান প্রেসিডেন্টকে চুপ করিয়ে রাখা হয়েছে । এটা কখনই গ্রহণযোগ্য নয় ।’
প্রসঙ্গত,আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন চলাকালীন ডোলান্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয় কর্তৃপক্ষ । তারপর তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন । নির্বাচনের ফল ঘোষনার পর চলতি বছরের ৬ জানুয়ারী ক্যাপিটল বিল্ডিংয়ে হামলা চালায় ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা । তখন ফেসবুকও ট্রাম্পকে তাদের প্ল্যাটফর্ম থেকে বুট করে দেয় । তারপরেই ডোনাল্ড ট্রাম্প নিজস্ব সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম তৈরি করার কথা জানিয়েছিলেন ।
তখন তিনি ‘ডোনাল্ড ট্রাম্পের ডেস্ক থেকে’
(From the Desk of Donald Trump) নামে একটি ব্লগ চালু করেছিলেন । কিন্তু সাইটটির পাঠক সংখ্যা কম থাকায় অসন্তুষ্ট হয়ে মাত্র ২৯ দিনের মাথায় সেটি বন্ধ করে দেন । শেষে বুধবার রাতে তাঁর কোম্পানীর সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন ।
ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের তরফ থেকে জানানো হয়েছে,’ট্রুথ সোশ্যালে’ বিনোদন প্রোগ্রামিং, খবর, পডকাস্ট এবং আরও অনেক কিছু ফিচার থাকবে । এছাড়া ৮৭৫ মিলিয়ন ডলারের প্রাথমিক উদ্যোগের মূল্যের সাথে এটিকে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত করা হবে বলে জানানো হয়েছে ।।