এইদিন ওয়েবডেস্ক,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),২০ অক্টোবর : তড়িতাহত হয়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার মাঝেরগ্রামে । পুলিশ জানায় মৃতের নাম,কালীপদ তুরি(২৬) । মাঝেরগ্রামের বিন্নের পাড়ে তাঁর বাড়ি । বুধবার সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজে গেলে ওই যুবককে মাঠের মাঝে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারের কাছে আটকে থাকাতে দেখেন । যদিও তখন বিদ্যুৎ সরবরাহ থাকায় কেউ হাত লাগাতে সাহস পায়নি । খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা । আসে মন্তেশ্বর থানার পুলিশও । এরপর বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে ওই যুবককে উদ্ধার করেন পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা । যুবককে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।
পুলিশ সুত্রে খবর, যুবকের হাতে নাটবল্টু খোলার কাজে ব্যাবহারের জন্য রেঞ্জ জাতীয় একটা যন্ত্র দেখা গেছে । তা থেকে পুলিশের অনুমান ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি করতে গিয়েই ওই যুবক বিদ্যুৎষ্পৃষ্ট মারা গেছেন । যদিও মৃত যুবকের বাবা মানিক তুরি এই দাবি মানতে চাননি । তিনি বলেন,’ছেলের মাথার ঠিক ছিল না । বেশ কয়েকবার সে বাড়ি থেকে চলে গিয়েছিল ।’ কিন্তু তাঁর ছেলে কেন মাঠের মাঝে ওই বৈদ্যুতিক ট্রান্সফরমারের কাছে গেল তা তিনি বুঝতে পারছেন না বলে জানান । এদিনই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ।।