শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),২০ অক্টোবর : নিম্নচাপের জেতে বিগত কয়েকদিনের টানা বৃষ্টিপাতের জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বসতবাড়ির একাংশ । অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যরা । মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের সাহেবগঞ্জ-২ গ্রাম পঞ্চায়েতের ঘোলদা গ্রামে । বুধবার প্রশাসনের তরফ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় ।
স্থানীয় সূত্রে জানা যায়,ঘোলদা গ্রামের বাসিন্দা সেখ সোলেমান নামে জনৈক এক গ্রামবাসী ওই দিন রাতে স্ত্রী ও দুই নাতনিকে নিয়ে বাড়ির একটি ঘরে ঘুমচ্ছিলেন । হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায় তাঁদের । ঘরের দরজা খুলে বাইরে এসে দেখতে পান বাড়ির একাংশ ভেঙে পড়েছে । তড়িঘড়ি দুই শিশুকে নিয়ে তাঁরা নিরাপদ জায়গায় চলে যান । আর ঠিক তখনই ওই ঘরের একাংশও হুড়মুড়িয়ে ভেঙে পড়ে । ততক্ষণে প্রতিবেশীরা ছুটে আসে । এরপর তাঁদের সহযোগিতায় বাড়িতে থাকা মালপত্র কিছু উদ্ধার করেন সেখ সোলেমানরা ।
সেখ সোলেমান জানান, গত কয়েকদিন থেকে টানা বৃষ্টিপাত চলছে । ফলে বাড়ির দেওয়ালের গোঁড়ায় জল বসে মাটি আলগা হয়ে গেছে । যার জেরেই বাড়ির একাংশ ভেঙে পড়েছে । আমরা অল্পের জন্য রক্ষা পেয়ে যাই ।’ পাশাপাশি তিনি বলেন,’দুই ছেলে বৌমা ও নাতনি মিলে দশজনের বসবাস ওই বাড়িতে । বর্তমানে আমরা একটা চালাঘরে আশ্রয় নিয়েছি ।’ গ্রামবাসীদের দাবি অসহায় ওই পরিবারটিকে সরকারিভাবে সাহায্য করা হোক ।
ভাতার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অরুণ কুমার বিশ্বাস বলেন, ‘ক্ষতিগ্রস্থ পরিবারকে প্রশাসনের তরফ থেকে প্রাথমিকভাবে দুটি ত্রিপল,দুটি কম্বল ও ৩৬ কেজি চাল দেওয়া হয়েছে । পাশাপাশি এনিয়ে ইতিমধ্যেই জেলা প্রশাসনের কাছে রিপোর্ট পাঠানো হয়েছে।’।