এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,২০ অক্টোবর : বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ানের জামিনের শুনানি আজ বুধবার হতে চলেছে মুম্বাইয়ের বিশেষ এনডিপিএস আদালতে । মুম্বাই শহরের দেওয়ানি ও দায়রা আদালতের ৪৪ নম্বর আদালতে মামলার শুনানি হবে । গত ৩ অক্টোবর ২৩ বর্ষীয় আরিয়ান খান ছাড়াও আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচাসহ আরও ৬ জনকে কর্ডেলিয়া ক্রুজ জাহাজে ড্রাগ পার্টি চলাকালীন অভিযান চালিয়ে গ্রেফতার করেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) ।
এদিন সকাল ১১ টা নাগাদ এই মামলার শুনানি শুরু হতে চলেছে বলে খবর । তার আগে আদালতের হাতে নতুন কিছু তথ্য তুলে দিলেন এনসিবি পক্ষের আইনজীবী । সুত্রের খবর,আরিয়ান মাদক পার্টিতে অংশ নেওয়া একজন উঠতি বলিউড অভিনেত্রীর সাথে মাদক নিয়ে আলোচনা করছিলেন । এছাড়াও আরিয়ানের সঙ্গে এক মাদক পাচারকারীর
হোয়াটসঅ্যাপে মাদক-সংক্রান্ত কথাবার্তা হয়েছে ।
শাহরুখ পুত্রের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকেই এনসিবি এই তথ্য জানতে পেরেছে বলে জানা গেছে । এদিন জামিনের শুনানির আগে আদালতে ওই হোয়াটসঅ্যাপ কথপোকথন হস্তান্তর করেছে এনসিবি ।
এদিকে বলিউড ছাড়াও বিভিন্ন মহল থেকে শাহরুখ খান তনয়ের মুক্তির জন্য আবেদন উঠছে । বিজেপি বিধায়ক রাম কদম আরিয়ানের দ্রুত মুক্তির জন্য প্রার্থনা করেছেন । তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘প্রার্থনা করি আজ যেন আরিয়ান খানের জামিন মঞ্জুর হয় ।’ সেই সঙ্গে তিনি লেখেন, ‘এটি একটি বিশেষ ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ নয় । বরঞ্চ মাদকের বিরুদ্ধে সমগ্র মানব জাতির যুদ্ধ ।’।