এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,১৯ অক্টোবর :
শারদোৎসবের সময় সাম্প্রদায়িক হিংসায় রক্তাক্ত হয়ে উঠেছিল ওপার বাংলা । তার জের এখনও চলছে বলে খবর । সংখ্যালঘু হিন্দুদের উপর নির্মমভাবে হামলা চালাচ্ছে সংখ্যাগুরু মুসলিমরা । দেশ জুড়ে প্রায় দুই শতাধিক দূর্গাপূজো মন্ডপ ও প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে । হিংসার বলি হয়েছেন বেশ কয়েকজন হিন্দু । তখন এপার বাংলায় সম্প্রীতির লক্ষ্মীপূজোর জন্য জোরদার প্রস্তুতি চলছে । এমই এক সম্প্রীতির লক্ষ্মীপূজোর আয়োজিত হতে চলেছে বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের ধানসিমলা নামে একটি প্রত্যন্ত গ্রামে । শুধু এবারেই নয়,বিগত ৭-৮ বছর ধরে স্বপন কুমার নাগ,শম্ভুনাথ কর্মকার,ইউসুফ মন্ডলরা একযোগে এই পূজোর আয়োজন করে আসছে বলে জানা গেছে ।
স্থানীয় সূত্রে খবর, দুর্গাপুজার মত ধুমধাম করে লক্ষ্মীপূজোর আয়োজন করা হয় ধানসিমলা গ্রামে । ধানসিমলা সার্বজনীন লক্ষ্মী পূজো কমিটির তরফ থেকে এই পূজোর আয়োজন করা হয় । কমিটিতে হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ রয়েছেন । পূজো উপলক্ষে পংক্তিভোজনের ব্যাবস্থা থাকে । সকলে মিলে পাত পেরে অন্নভোগ গ্রহন করেন । পূজো কমিটির সহ সভাপতি স্বপন কুমার নাগ বলেন,’রাজ্যের পাশাপাশি গোটা দেশের কাছে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেওয়াই আমাদের মূল লক্ষ্য ।’
মঙ্গলবার দেখা গেলো জোর কদমে চলছে প্যান্ডেল নির্মানের কাজ । এদিকে তখন কমিটির লোকজন পূজো পরিচালনা নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনায় ব্যস্ত । ইউসুফ মন্ডল বলেন, ‘এবারে অষ্টম বছরে পড়ল আমাদের লক্ষ্মীপূজো । এলাকার সকল ব্যাবসায়ী ছাড়াও সমস্ত পাড়ার সকল ধর্মের মানুষ একত্রিত হয়ে লক্ষ্মীপূজোর দিন আনন্দে মেতে উঠেন । করোনা পরিস্থিতির কারনে বিগত দু’বছর বিধিনিষেধ মেনে চলতে হচ্ছে । তাই পূজো অনুষ্ঠানে কিছু কাটছাঁট করতে হয়েছে । তা না হলে যাত্রা- নাটক প্রভৃতি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । হিন্দু মুসলিম নির্বিশেষে সকলে এক সঙ্গে বসে খাওয়া দাওয়ার করি । আমাদের এখানে ধর্মের কোনও ভেদাভেদ নেই । এখানে হিন্দু-মুসলিম ভাইভাই ।’।