এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,১৯ অক্টোবর : কর্মস্থলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া সিআরপিএফ জওয়ান পরিমল ঘোষের কফিনবন্দি দেহ বাড়িতে পৌঁছলো সোমবার রাতে । বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বাসিন্দা পরিমলবাবুর দেহ আসতেই তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে বাড়ির সামনে মানুষের ঢল নামে । আসেন বিষ্ণুপুরের প্রশাসনিক আধিকারিকরা । তারপর বাইক র্যালি করে তাঁর মৃতদেহ সৎকারের জন্য শ্মশানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় । যথাযথ মর্যাদায় গান স্যালুট দিয়ে পরিমলবাবুর শেষকৃত্য সম্পন্ন করা হয় ।
বিষ্ণুপুরের বাসিন্দা পরিমল ঘোষ দীর্ঘ প্রায় ২১ বছর ধরে সিআরপিএফ-এ কর্মরত ছিলেন । বর্তমানে আসামের তিনসুখিয়ায় তাঁকে পোস্টিং করা হয়েছিল । পরিমলবাবুর বাড়িতে রয়েছেন স্ত্রী ও দুই শিশুকন্যা । পরিমলবাবুর এক ভাই কাজলকান্তি ঘোষ বিএসএফে কর্মরত রয়েছেন ।
কাজলবাবু বলেন, ‘গত ১৬ অক্টোবর বিকেল ৫ টা নাগাদ আমাদের ফোন মারফত জানানো হয় আমার ভাই হৃদরোগে মারা গেছে । পূজোর আগেই ভাইয়ের ছুটি শেষ হয়ে যায় । জানুয়ারীতে আসার কথা ছিল । কিন্তু তার আগেই এই ঘটনা ঘটে গেলো ।’
সোমবার রাতে জাতীয় পতাকায় মোড়া পরিমল ঘোষের কফিন বন্দি দেহ বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পরেন পরিবারের লোকজন । বিষ্ণুপুর পৌরসভার উপ পৌরপ্রধান গৌতম গোস্বামী বলেন, ‘পরিমল অত্যন্ত ভালো ছেলে ছিলেন । তাঁর আকস্মিক প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত ।’।