এইদিন ওয়েবডেস্ক,মালদহ,৬ ডিসেম্বর : মোবাইল চোর সন্দেহে বছর বারোর এক কিশোরকে গনধোলাই দেওয়ার অভিযোগ উঠল ৷ ঘটনাটি ঘটেছে মালদহ জেলার ইংরেজবাজার থানার কোতুয়ালি বাজার এলাকায় । নিছক সন্দেহের বশে এক নাবালককে অমানবিকভাবে মারধরের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে এলাকায় ।
স্থানীয় সুত্রে খবর,এদিন সকালে কোতুয়ালি বাজারে জিনিষপত্র কিনতে গিয়ে জনৈক অমিত দাস নামে এক ব্যক্তির মোবাইল খোওয়া যায় । সেই সময় ওই কিশোর আশপাশেই ছিল । স্থানীয় কয়েকজন ওই কিশোরকে মোবাইল চোর বলে সন্দেহ করতে থাকে । প্রথমে তারা ওই কিশোরকে জেরা করে । তারপর তাঁরা তাকে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে একটি ঘরে আটকে রেখে নির্মমভাবে পেটায় বলে অভিযোগ । সংবাদ মাধ্যম এই খবর সংগ্রহ করতে গেলে অভিযুক্ত এক ব্যক্তির বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ।
এই ঘটনার তীব্র নিন্দা করেছেন কোতুয়ালি গ্রাম পঞ্চায়েত প্রধান তরুণ গোস্বামী। তিনি বলেন, ‘একজন ১০-১২ বছরের ছেলেকে মোবাইল চোর সন্দেহে মারধর করা হয়েছে বলে শুনেছি । যদি বাচ্ছাটি দোষীই হয় তাহলে ওকে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত ছিল। এভাবে মারধর করাটা ঠিক হয়নি । প্রশাসনের কাছে আবেদন জানিয়েছি যাতে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হয়।’ পাশাপাশি তিনি সংবাদ মাধ্যমকে খবর সংগ্রহ করতে বাধা দেওয়ার ঘটনারও নিন্দা করেছেন।।