এইদিন ওয়েবডেস্ক,পূর্ব বর্ধমান,১৮ অক্টোবর : বিগত প্রায় দেশ সপ্তাহ ধরে বাংলাদেশে কট্টরপন্থীদের হামলার শিকার হচ্ছেন সে দেশের সংখ্যালঘু হিন্দুরা । কয়েকজন হিন্দু সম্প্রদায়ের মানুষকে নৃসংসভাবে খুনও করা হয়েছে । এছাড়া বহু মন্দির ও ঘরবাড়ি ভাঙচুর,লুটপাটের পাশাপাশি অগ্নিসংযোগ করা হয়েছে । বহু দূর্গাপূজোর মন্ডপ ও মূর্তি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে । তারই প্রতিবাদে সোমবার পূর্ব বর্ধমান জেলার সাংগঠনিক কাটোয়া জেলা নেতৃত্বের পক্ষ থেকে একাধিক জায়গায় প্রতিবাদ মিছিল ও পথসভা করা হল ।
এদিন সকাল থেকেই দফায় দফায় বৃষ্টিপাত চলছে জেলা জুড়ে । বৃষ্টি উপেক্ষা করে এদিন বিকেলে কাটোয়া শহরের স্টেশন বাজারে বিজেপির কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয় । মিছিলে নেতৃত্ব দেন বিজেপির সাংগঠনিক কাটোয়া জেলার সভাপতি কৃষ্ণ ঘোষ । পাশাপাশি এদিন মন্তেশ্বর বিধানসভার সাতগেছিয়া বাজারে প্রতিবাদ মিছিল ও পথসভা করে স্থানীয় বিজেপি নেতৃত্ব । বহু মহিলা বিজেপি কর্মীকে মিছিলে সামিল হতে দেখা যায় । বিজেপির তরফ থেকে দাবি তোলা হয়, বাংলাদেশের হিন্দু ও হিন্দুদের মন্দির রক্ষা করতে হবে । হিন্দুদের নির্ভয়ে উৎসব পালন করার অধিকার দিতে হবে । হামলাকারী কট্টরপন্থীদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেওয়ার দাবি জানান বিজেপি নেতৃত্ব ।।