নিজস্ব প্রতিনিধি,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৭ অক্টোবর : পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার গ্রামীন এলাকায় বিসর্জনের পর অনেক পুকুর থেকে দূর্গা প্রতিমার কাঠামো ও পূজোর সামগ্রী তোলা হয়নি । স্বভাবতই ওই সমস্ত সামগ্রীতে পচন ধরে দূষণ ছড়াচ্ছে । যার ফলে শুধু জলজ প্রাণীই নয়, যারা পুকুরে স্নান ও বাসনপত্র ধোয়ার জন্য পুকুরের জল ব্যাবহার করেন তাঁদেরও স্বাস্থ্যের ক্ষতির আশঙ্কার সৃষ্টি হয়েছে ।
কাটোয়ার খাজুরডিহি অঞ্চলের পানুহাটে একটি বড়সড় দিঘি রয়েছে । রবিবার দেখা গেল ওই দিঘিতে জলে পড়ে রয়েছে একাধিক মূর্তির কাঠামো । এছাড়া পূজোর ফুলমালা ও প্লাস্টিকের সামগ্রী ভাসছে দিঘির জলে । শুধু পানুহাটের দিঘিই নয়,গ্রামীন এলাকার অনেক পুকুরেই এদিন পর্যন্ত মূর্তির কাঠামোসহ অনান্য সামগ্রী পড়ে থাকতে দেখা গেল । স্থানীয়দের দাবি ওই সমস্ত সামগ্রী দিঘি বা পুকুরের জল থেকে তোলার জন্য প্রশাসনিকভাবে উদ্যোগ নেওয়া হোক । এই বিষয়ে কাটোয়ার মহকুমা শাসক জামিল ফতেমা জেবা জানিয়েছেন,বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট এলাকার বিডিওদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে ।।