এইদিন ওয়েবডেস্ক,অন্ডাল(পশ্চিম বর্ধমান),১৭ অক্টোবর : রাজ্য সরকারের তরফ থেকে ঘোষিত দুয়ারে রেশন প্রকল্পের পাইলট প্রজেক্ট শুরু হয়েছে । বাড়িতে বসেই রেশন পাওয়ার কথা । অথচ কোনও গ্রাহকই রেশন পাচ্ছেন না ! এই অভিযোগ তুলে রবিবার পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের দক্ষিণখন্ড এলাকার একটি রেশন দোকান বন্ধ করে তুমুল বিক্ষোভ দেখালেন গ্রাহকরা । খবর পেয়ে অন্ডাল থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় । গ্রাহকদের অভিযোগ, গত মাস থেকে দুয়ারে রেশনের প্রকল্পের পাইলট প্রোজেক্ট শুরু হলেও তা দেওয়া হচ্ছে না । যদিও রেশন ডিলার মহাদেব মুখোপাধ্যায় জানান, পূজোর মরশুম চলছে তাই কর্মীরা না এলেও তাঁকে রেশন দোকান খোলা রাখতেই হবে । গ্রাহকদের রেশন সামগ্রীও দিতে হবে । তাই দোকান থেকেই তিনি রেশন সামগ্রী বিতরন করছেন । তবে দূয়ারে রেশন দেওয়া সম্ভব নয় । কারন দূয়ারে দূয়ারে রেশন দেওয়ার মত পরিঠামোই নেই বলে সাফ জানান মহাদেববাবু ।
জানা গেছে,এদিন সকাল প্রায় সাড়ে আট’টা নাগাদ দক্ষিণ খন্ডের ১ নম্বর রেশন দোকানের গ্রাহকরা দূয়ারে দূয়ারে রেশন দেওয়ার জন্য ডিলারের কাছে দাবি তোলেন । তা নিয়ে দু’তরফের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয় । ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় । শেষে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।
অন্ডাল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ স্বপন কুমার হাজরা বলেন, ‘ফোন মারফত খবর পেয়েই আমি ঘটনাস্থলে আসি । দেখি গ্রাহকদের সঙ্গে ডিলারের তুমুল বচসা চলছে । এদিন থেকে গ্রাহকদের বাড়িতে বাড়তে রেশন পৌঁছে দেওয়ার কথা ছিল । গ্রাহকরা সেই দাবি তুললে ডিলার তা অস্বীকার করেন । ডিলারের বক্তব্য ওনার পরিকাঠামো নেই । তাই তিনি তিনি দূয়ারে রেশন তিনি দিতে পারবেন না । আমার অনুমান উনি দূয়ারে রেশন প্রকল্প কোনওভাবে বন্ধ করতে চাইছেন । বিষয়টি এসিডিও বিডিও,অন্ডাল থানার ওসিকে জানিয়েছি ।’
অন্যদিকে দক্ষিণ খন্ডের ১ নম্বর রেশন দোকানের ডিলার মহাদেব মুখোপাধ্যায় বলেন, ‘দূয়ারে রেশনের পাইলট প্রজেক্টের ১৫ শতাংশ টেস্টিং ইতিমধ্যে হয়ে গেছে । তারপরেও সরকার জোর করে আরও ৩৫ শতাংশ পাইলট প্রজেক্টের মধ্যে ঢুকিয়েছে । তখন ডিলার অ্যাসোশিয়েশনের তরফ থেকে প্রথমে এনিয়ে হাইকোর্টে মামলা দায়ের করা হয় । কিন্তু হাইকোর্টে ফয়সালা না হওয়ায় আমরা সুপ্রীম কোর্টের দ্বারস্থ হই । দূয়ারে রেশন প্রকল্প চালু করার জন্য আমাদের তরফ থেকে পরিকাঠামো তৈরিসহ বিভিন্ন বিষয়ের কথা তুলে ধরা হয় আদালতে । তখন সুপ্রিম কোর্ট বিষয়টি ডিসেম্বর মাস পর্যন্ত স্থগিতাদেশ দেন । আগামী ২০ তারিখেও এনিয়ে সুপ্রীম কোর্টে শুনানি আছে ।’ পাশাপাশি তিনি জানান,দূয়ারে দূয়ারে রেশন দেওয়ার জন্য সরকার এযাবৎ কোনও বিজ্ঞপ্তিই জারি করেনি ।।