এইদিন ওয়েবডেস্ক,বীরভূম,১৭ অক্টোবর : স্নান করতে গিয়ে ক্যানেলের জলে ডুবে মৃত্যু হল সেচ দপ্তরের এক কর্মীর । ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার দুবরাজপুর থানা এলাকার কুলতোড় গ্রামে । পুলিশ জানিয়েছে মৃতের নাম ফাগু মাড্ডি । শনিবার দুপুরে কুলতোড় গ্রাম সংলগ্ন ক্যানেলের জলে স্নান করতে গিয়ে তিনি তলিয়ে যান । রবিবার সকালে জলে ভেসে ওঠে তাঁর মৃতদেহটি । খবর পেয়ে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠায় ।
জানা গেছে,দুবরাজপুর থানার ঘোঘা গ্রামে বাড়ি ফাগু মাড্ডির । তিনি সেচ দপ্তরে কর্মরত ছিলেন । বাড়িতে আছেন স্ত্রী ও ছেলে বিশ্বজিৎ । বিশ্বজিৎ দুবরাজপুর থানার সিভিক ভলেন্টিয়ার হিসাবে কাজ করেন ।
মৃতের ছেলে বিশ্বজিৎ বলেন, ‘শনিবার কুলতোড় এলাকায় ডিউটি করছিলেন বাবা । দুপুর নাগাদ উনি ক্যানেলের জলে স্নান করতে গিয়েছিলেন । সেই সময় তিনি কোনওভাবে পা’পিছলে জলে তলিয়ে যান । বিকাল নাগাদ আমরা খবর পেয়ে সেখানে যাই । তারপর আমি গ্রামের ছেলেদের সঙ্গে নিয়ে ক্যানেলে অনেক খোঁজাখুঁজি করি । এমনকি মাছ ধরার জাল ফেলেও তল্লাশি চালাই । কিন্তু বাবার কোনও সন্ধান পাইনি । এদিন সকাল প্রায় সাড়ে ৬ টা নাগাদ ক্যানেলের জলে বাবার দেহ ভেসে ওঠে ।’
জানা গেছে,খবর পেয়ে দুবরাজপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে প্রথমে দুবরাজপুর গ্রামীন হাসপাতালে নিয়ে যায় । পরে ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয় । মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।।