দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১৭ অক্টোবর : সাত সকালেই কয়েকজন মিলে কংক্রীটের পিলার ও স্লাব(চায়না পাচির) দিয়ে ঘিরে সরকারি জায়গার উপর ঘর নির্মানের প্রক্রিয়া শুরু করেছিল । কিন্তু স্থানীয় গ্রামবাসীদের তৎপরতায় সরকারি জায়গা জবরদখল রুখে দিল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । রবিবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারে পূর্ত দপ্তরের স্ট্যাক ইয়ার্ডের উলটো দিকে । ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় । যদিও এনিয়ে কোনও অভিযোগ দায়ের হয়নি বলে জানা গেছে ।
জানা গেছে,ভাতার বাজারে সুকান্ত পল্লীর কাছে ভাতার- কামারপাড়া রোডের ঠিক পাশেই রয়েছে পূর্ত দপ্তরের স্ট্যাক ইয়ার্ড । স্ট্যাড ইয়ার্ডের উলটো দিকে সড়ক পথের পাশে বেশ কিছুটা সরকারি জায়গা রয়েছে । এদিন সকালে স্থানীয় গ্রামবাসীদের নজরে পড়ে কয়েকজন মিলে মোটরভ্যানে করে সিমেন্ট,বালি ও ‘চায়না পাচিল'(সিমেন্টের পাতলা স্লাব) এনে ওই সরকারি জায়গার উপর তড়িঘড়ি ঘর নির্মানের কাজ শুরু করেছে । ঘরের বেশ কিছুটা অংশ তারা তৈরিও করে ফেলেছিল ।
স্থানীয় গ্রামবাসীরা বাধা দিলে জবরদখলকারীদের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়ে যায় । ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভাতার থানার পুলিশবাহিনী । তবে তার আগেই জবরদখলকারীরা পালিয়ে যায় । শেষে চায়না পাচিল দিয়ে নির্মিত অংশ খোলা করায় পুলিশ ।
স্থানীয়রা জানান,ইতিপূর্বেও ভাতার-কামারপাড়া রোডের পাশে ওই সরকারি জায়গাটি জবরদখলের চেষ্টা হয়েছিল । বিগত বিধানসভা ভোটের আগে ওই জায়গার উপর খুঁটি পুঁতে দখলের চেষ্টা হয় । যদিও তারপর সরকারিভাবে সেই সমস্ত খুঁটি তুলে ফেলে সিমেন্টের পিলার দিয়ে ঘিরে দেওয়া হয় । তারপর থেকে ওই জায়গাটি ফাঁকা অবস্থাতেই আছে ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,ফাঁকা অবস্থায় থাকার কারনে শুধু জায়গাটি বারবার দখলের চেষ্টাই নয়, ভাতার বাজারের ব্যাবসায়ীদের পরিত্যক্ত সামগ্রী ওই জায়গার উপর ফেলা হয় । এমনকি পশুর মৃতদেহও ফেলা হয় বলে অভিযোগ । ফলে দূষণ ছড়ায় এলাকায় । স্থানীয়দের দাবি, সরকারিভাবে ওই জায়গায় সৌন্দার্যয়নের ব্যাবস্থা করা হোক ।।