এইদিন ওয়েবডেস্ক,হুগলি,১৭ অক্টোবর : অবৈধভাবে ভারতে ঢোকার পর একটি আবাসনে বসবাস করছিলেন কয়েকজন বাংলাদেশী । গোপন সুত্র থেকে খবর পেয়ে হুগলি জেলার ব্যান্ডেলের ওই আবাসন থেকে ৬ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল চন্দননগর কমিশনারেটের পুলিশ । প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে,২-৩ মাস আগে বাংলাদেশি এজেন্টের মাধ্যমে ধৃতরা পেট্রপোল, ত্রিপুরার সীমান্ত পথ দিয়ে এদেশে ঢুকেছে । তারপর কিছু দিনের মধ্যে তাঁরা আধার কার্ড, প্যান কার্ড ও ভোটার কার্ডও বানিয়ে ফেলে । এমনকি কয়েকজনের কাছে ভারতীয় পাসপোর্টও রয়েছে । তাঁদের এই কাজে সাহায্য করেছে উত্তর ২৪ পরগনার হালিশহরের বাসিন্দা জনৈক আকাশ দাস নামে এক ব্যক্তি । ওই সমস্ত জালি পরিচয়পত্র তৈরির জন্য আকাশকে মোটা অঙ্কের টাকাও দিতে হয়েছে ধৃতদের ।
পুলিশ জানতে পারে, ব্যান্ডেলের গ্রিন পার্ক এলাকার আবাসনের যে ফ্লাটটিতে ধৃতরা বসবাস করছিল সেটি আদপে আকাশ দাসের । মোটা টাকার বিনিময়ে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের নিজের ফ্লাটে থাকার ব্যাবস্থা করে দিয়েছিল আকাশ ।
শনিবার ধৃতদের চুঁচুড়া আদালতে তুলে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় পুলিশ । বিচারক ধৃতদের ৭ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন । কি উদ্দেশ্যে ধৃতরা এদেশে প্রবেশ করেছে তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ । পাশাপাশি পুলিশ জানিয়েছে, আকাশ দাসের সন্ধান চলছে ।।