এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৬ অক্টোবর : শনিবার দুপুরে কলকাতার মল্লিক বাজারের একটি অত্যাধুনিক রেস্তরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল । খবর পেয়ে দমকলের ৩ টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে । তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর না থাকলেও ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় । শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান দমকলবাহিনীর ।
মল্লিক বাজারের মোড়ের মাথাতেই রয়েছে ওই রেস্তোরাঁটি । জানা।গেছে,এদিন দুপুর প্রায় আড়াইটা নাগাদ রেস্তরাঁর রান্নাঘর থেকে প্রচুর ধোঁওয়া বের হতে দেখা যায় । উৎসবের মরশুম চলায় সেই সময় অনেক খরিদ্দার দুপুরে খাওয়ার খাচ্ছিলেন রেস্তোরাঁয় । ফলে খরিদ্দারদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে । যদিও খরিদ্দার ও রেস্তোরাঁর কর্মীরা সুস্থভাবেই বেড়িয়ে আসতে সক্ষম হত । এদিকে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে দমকলের ৩ ইঞ্জিন চলে আসে । শেষে বেশ কিছুক্ষনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে । তবে অগ্নিকাণ্ডের জেরে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি । ওই রেস্তোরাঁ অগ্নিনির্বাপন ব্যাবস্থা ঠিকমত ছিল কিনা খতিয়ে দেখছে দমকলবাহিনী ।।