দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৬ অক্টোবর : পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় একটি সার্বজনীন দূর্গামন্দির ও এক আইনজীবীর বাড়িতে চুরির ঘটনা ঘটল । দূর্গামন্দিরটি রয়েছে কাটোয়া থানার করজগ্রামে । অন্যদিকে আইনজীবীর বাড়ি কাটোয়া শহরের স্টেডিয়াম পাড়ায় । সোনা ও রুপোর গহনা ও নগদসহ সব মিলিয়ে কয়েক লক্ষ টাকার সামগ্রী চুরি গেছে বলে জানা গেছে । পরপর দু’জায়গায় চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।
করজগ্রামের ঘোষ পাড়ায় রয়েছে ওই দুর্গামন্দিরটি । উদ্যোক্তরা জানান,পূজোর সময় প্রতিমাকে অলঙ্কার পড়ানো নিয়ম । দুর্গা, সরস্বতী, লক্ষ্মী প্রতিমাকে রুপার মুকুট ছাড়াও গলায় সোনার হার,টিকলি, নাকে নথ ও সোনার টিপ পড়ানো হয়েছিল । যার মূল্য লক্ষাধিক টাকা । নবমীর সন্ধ্যারতির পর মন্দিরে তালা লাগিয়ে সকলে বাড়ি চলে যান । পরের দিন সকালে মন্দিরে এসে দেখতে পান মন্দিরের গেটের তালা ভাঙা । প্রতিমাকে পড়ানো সমস্ত অলঙ্কার উধাও হয়ে গেছে ।
অন্যদিকে বিশ্বনাথ ঘোষাল নামে ওই আইনজীবি জানিয়েছেন, তাঁদের পৈতৃক বাড়ি কাটোয়ার খাজুরডিহি গ্রামে । দুর্গাপুজো উপলক্ষ্যে তিনি সপরিবারে গ্রামের বাড়ি গিয়েছিলেন । কাটোয়া শহরের স্টেডিয়াম পাড়ায় তাঁর বাড়িতে একজন ভাড়াটিয়া আছেন । বাড়ির দেখভালের দায়িত্ব ওই ভাড়াটিয়ার উপর দিয়ে যান । শুক্রবার রাতে ওই ভাড়াটিয়ার কাছ থেকে চুরির ঘটনার কথা জানতে পারেন । বিশ্বনাথবাবু জানান,নগদ ৩০ হাজার টাকা ছাড়াও কয়েক লক্ষ টাকার সোনার গহনা চুরি গেছে । দুই চুরির ঘটনায় কাটোয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ