এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),১৬ অক্টোবর : বন্ধুর সঙ্গে ঠাকুর দেখতে যাবো বলে শুক্রবার বাড়ি থেকে বেড়িয়েছিলেন এক তরুনী । তারপর সন্ধ্যা নগাদ তাঁকে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম থানার মলডাঙ্গা গ্রামের আদিবাসীপাড়ার কাছে জঙ্গল থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে পুলিশ । যুবতীকে ভর্তি করা হয় জামতাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে । কিন্তু তাঁর অবস্থা গুরুতর হওয়ায় রাতেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় । ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।
এই বিষয়ে জানতে জেলা পুলিশ সুপার কামনাশীষ সেনকে ফোন করা হলে তিনি বলেন, ‘জানতে পারা যাচ্ছে ওই তরুণীর বাড়ি পশ্চিম বর্ধমানের বুদবুদ এলাকায় । ডিভোর্সী ওই তরুনীর দুই সন্তান রয়েছে ।শুক্রবার তিনি তাঁর এক বন্ধুর সঙ্গে বাড়ি থেকে বেড়িয়েছিলেন । তারপর তাঁকে জঙ্গলের মধ্যে বেঁহুশ অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ।’ পাশাপাশি তিনি বলেন, ‘তরুণী নেশাগ্রস্ত অবস্থায় থাকায় কিছু জানা সম্ভব হয়নি । ধর্ষণ না গণধর্ষণ কিছু বলা এখন বলা সম্ভব নয় ।’ ওই তরুণীর বন্ধুর খোঁজ চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার ।
এদিকে রাতেই তরুনীর সঙ্গে কথা বলার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে যান জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহরায় ও বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী । তবে তাঁরা কেউই এই বিষয়ে মুখ খুলতে চাননি । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।।