এইদিন ওয়েবডেস্ক,জশপুর,১৫ অক্টোবর : দূর্গা প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় ঢুকে পড়লো একটি বেপরোয়া গতির গাড়ি । এই ঘটনায় মৃত্যু হল এক যুবকের । আহত আরও ১৬ জন । শুক্রবার ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের জশপুর জেলার পথলগাঁও এলাকায় । পুলিশ জানিয়েছে, মৃতের নাম মৃতের নাম গৌরব আগরওয়াল(২০) । স্থানীয় সুত্রে খবর,এদিন পথলগাঁও এলাকার একটি দূর্গা প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা বেড়িয়েছিল । শতাধিক মানুষ শোভাযাত্রায় অংশ নেয় । সেই সময় পুলিশ চেকিং এড়াতে মধ্যপ্রদেশের নম্বর লাগানো একটি চারচাকার গাড়ি পালানোর চেষ্টা করছিল । গাড়ি আচমকা বেপরোয়া গতিতে এসে শোভাযাত্রার মাঝে ঢুকে পড়ে । কয়েকজন গাড়ির চাকায় পিষ্ট হন । বেশ কিছু লোকজন গাড়ির ধাক্কায় বহু দুরে গিয়ে ছিটকে পড়েন । ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয় । প্রায় দু’ডজন মানুষ আহত হন । পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে । আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে ।
জানা গেছে,এই ঘটনার পর ক্ষিপ্ত জনতা গাড়িটির পিছু ধাওয়া করে । কয়েকজন বাইক নিয়ে গাড়িটিকে ধাওয়া করে ঘটনাস্থল থেকে প্রায় ১৫ কিমি দূরে গিয়ে ধরে ফেলে । উত্তেজিত জনতা গাড়িটিতে আগুন ধরিয়ে দেয় । এরপর গ্রামবাসীরা
মৃতের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ ও দোষীদের শাস্তির দাবিতে স্থানীয় থানায় বিক্ষোভ দেখায় । পাশাপাশি গুমলা-কাটনি জাতীয় সড়ক অবরোধ করে ক্ষিপ্ত জনতা । পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে ।
পুলিশ জানিয়েছে,ঘটনার সময় গাড়িতে চালকসহ দু’জন ছিল । তাদের নাম বাবলু বিশ্বকর্মা(২১) ও শিশুপাল সাহু(২৬) । তাদের বাড়ি সিঙ্গরৌলি জেলার
বার্গোয়ান থানা এলাকায় । পুলিশ ওই দুই যুবককে আটক করেছে ।।