এইদিন ওয়েবডেস্ক,কান্দাহার,১৫ অক্টোবর : ফের জুমার নামাজ চলাকালীন টার্গেট করা হল আফগানিস্তানের শিয়া সম্প্রদায়ের একটি মসজিদকে । এবারে কান্দাহার শহরের সিটি পুলিশ জেলা-১ (PD1) অন্তর্গত ‘বিবি ফাতিমা’ মসজিদে একাধিক আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটল । বিস্ফোরণে কমপক্ষে ৩২ জনের মৃত্যু হয়েছে । গুরুতর জখম হয়েছেন ৪০ জন মানুষ । গত সপ্তাহে একইভাবে জুমার নামাজ চলাকালীন বিস্ফোরণের ঘটনা ঘটে কুন্দুজ প্রদেশের(Kundunj Province) একটি শিয়া মসজিদে । ওই বিস্ফোরণে ৫০ এর অধিক মানুষ মারা যান । আহত হন শতাধিক মানুষ । তবে কুন্দুজের হামলার দায় সন্ত্রাসবাদী সংগঠন আইএস-খুরাসান নিলেও এখনও পর্যন্ত কান্দাহারের বিস্ফোরণের দায় কোনও সংগঠন নেয়নি । তবে এই বিস্ফোরণের পিছনেও আইএস-কে’র হাত আছে বলে মনে করা হচ্ছে ।
স্থানীয় সংবাদ মাধ্যম সুত্রে খবর,এদিন জুমার নামাজ উপলক্ষে শতাধিক মানুষ প্রার্থনা করতে ‘বিবি ফাতিমা’ মসজিদে এসেছিলেন । নামাজ শেষ হওয়ার ঠিক মুখেই পরপর ৩ টি আত্মঘাতী বিস্ফোরণ হয় । একটি হয় মসজিদের দরজায় । অপর দুটি ভিতরে । ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয় । আহত হন বহু মানুষ । প্রাণ বাঁচাতে অনেককে মসজিদের জানালা দিয়ে বাইরে লাফ দিতে দেখা যায় ।
এদিকে খবর পেতেই বিস্ফোরণস্থলে আসে তালিবানের স্পেশাল ফোর্স । প্রায় ১৫ টির মত অ্যাম্বুলেন্স আসে । তারপর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় । আহতদের চিকিৎসার জন্য প্রচুর রক্তের প্রয়োজন হওয়ায় ফোর্সের তরফ থেকে স্থানীয় বাসিন্দাদের কাছে রক্তদানের জন্য আবেদন জানানো হয় বলে জানা গেছে ।
প্রসঙ্গত,আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার তালিবানদের গড় বলে পরিচিত । তাই এই এলাকায় আইএস-কে’র হামলাকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অভিজ্ঞমহল ।।