প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৪ অক্টোবর : মুণ্ডেশ্বরী নদীতে স্নান করতে নেমে গভীর জলে তলিয়ে গিয়ে মৃত্যু হল দুই ছাত্রের । বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানে মাধবডিহি থানার গোতান অঞ্চলের কোটশিমুল গ্রামে ।মৃতরা হল শেখ রাকিব মল্লিক (১৭) ও শেখ আশিফ আলী (১৭) । রাকিবের বাড়ি মাধবডিহি থানার গোতানে । সে গোতান হাই স্কুলের দ্বাদশ শ্রেনীর ছাত্র । অপর মৃত আশিফের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার দাসপুর থানার সাগরপুর গ্রামে । আশিফও সেখানকার স্কুলে দ্বাদশ শ্রেণীতে পড়তো ।এদিন বিকালে মুণ্ডেশ্বরী থেকে দুই ছাত্রের মৃতদেহ উদ্ধার হয় ।মাধবডিহি থানার পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে । স্নান করতে নেমে কিভাবে দুই ছাত্র মুন্ডেশ্বরীর গভীর জলে তলিয়ে গেল তা পুলিশ খতিয়ে দেখছে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ,দুই ছাত্র মাধবডিহির কোটশিমুল গ্রামে আত্মীর বাড়িতে বেড়াতে এসেছিল।আত্মীয় তাঁড়া দুই জন এদিন বেলা ১২ টার পর মুণ্ডেশ্বরী নদিতে স্নান করতে নামে ।ওই সময়ে তাঁরা দু’জনেই আচমকা মুণ্ডেশ্বরীর গভীর জলে পড়ে গিয়ে তলিয়ে যায়।সাঁতার ভালো না জানায় দু’ জনের কেউই জল থেকে আর ডাঙ্গায় উঠে আসতে পারেনি। এই ঘটনা জানতে পেরেই এলাকার লোকজন মুণ্ডেশ্বরীতে নেমে দুই ছাত্রের খোঁজ শুরু করেন । কিন্তু তাঁরা ছাত্রদের হদিশ পান না । ঘটনা জানতে পেরে রায়না ২ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জুলফিকার আলী খাঁন ঘটনাস্থলে ছুটে যান । তিনি পুলিশ ও বিপর্যয় ব্যবস্থাপন দপ্তরে খবর দেন । দুপুর থেকে সবাই দুই ছাত্রকে উদ্ধারের জন্য ঝাঁপিয়ে পড়েন ।কিন্তু শেষ রক্ষা হয়নি।মুণ্ডেশ্বরী থেকে দুই ছাত্রের মৃতদেহ উদ্ধার হয় বলে জুলফিকার আলী খাঁন জানিয়েছেন । চারদিকে পুজোর আন্দের মাঝে দুই ছাত্রের এমন মর্মান্তিক মৃত্যুতে কোটশিমুল গ্রামে শোকের ছায়া নেমে এসেছে ।।