এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,১৪ অক্টোবর : রিয়েল এস্টেট কোম্পানি ইউনিটেকের প্রোমোটারদের জেলের মধ্যে বেআইনিভাবে সাহায্য করার মামলায় বড়সড় পদক্ষেপ নিল তিহার জেল প্রশাসন । বরখাস্ত করা হল জেলের অধিকারীসহ ৩০ জন কর্মীকে । ওই তালিকায় রয়েছেন একজন সুপারিনটেনডেন্ট,২ জন ডেপুটি সুপারিনটেনডেন্ট,৭ জন সহকারী সুপারিনটেনডেন্ট,১০ মুখ্য ওয়ার্ডার ও ১১ জন ওয়ার্ডার ।
সুপ্রিম কোর্টের নির্দেশের পর তিহার জেলের মধ্যে ইউনেটেকের প্রাক্তন প্রোমোটারদের বেআইনিভাবে সহায়তার পৌঁছানোর ঘটনার তদন্তের নির্দেশ দেন দিল্লির পুলিশ কমিশনার । তদন্তে পুলিশ জানতে পারে, তিহার জেলের আধিকারিক ও কর্মী মিলিয়ে মোট ৩২ জন এই কাজে লিপ্ত ছিলেন । তার মধ্যে চুক্তিভিত্তিতে নিযুক্ত দুই কর্মচারীও অন্তর্ভুক্ত রয়েছেন । ওই দু’জনের মধ্যে একজন ডাটা এন্ট্রি অপারেটর এবং একটি নার্সিং আর্দালি । গত মঙ্গলবার দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ অভিযুক্ত জেল আধিকারিক ও কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করে । এরপর অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও তিহার জেল প্রশাসনকে চিঠি পাঠানো হয় পুলিশের পক্ষ থেকে ।
তিহার জেলের ডিজি সন্দীপ গোয়াল জানিয়েছেন, অভিযুক্তদের ৩২ জনের মধ্যে ২ জন চুক্তিভিত্তিক কর্মী । অভিযুক্ত ৩০ জন কারাকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে । দুইজন চুক্তিভিত্তিক কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার ব্যবস্থা