এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৩ অক্টোবর : ওদের মুখে ভাষা নেই,শুনতেও পায় না কানে । তবে বিগত দু’বছর ধরে করোনা ভাইরাসের কারনে দেশ জুড়ে যে আতঙ্ক ছড়িয়েছে সেটা তারা খবর দেখে জানতে পেরেছে । তাই করোনা নিয়ে মানুষকে সচেতন করতে বুধবার অষ্টমীর দিন ঠাকুর দেখতে বেড়িয়ে গলায় সচেতনতামূলক পোস্টার ঝুলিয়ে কাটোয়া শহরের মন্ডপে মন্ডপে ঘুরল গোয়াই গ্রামের প্রেমানন্দ ডিজেবল আশ্রমের কয়েকজন মুক ও বধির আশ্রমিক ।
এদিন দেখা গেল কাটোয়া শহরের একটি প্যান্ডেলে ঢুকে ঠাকুর দেখছে বিশেষ চাহিদাসম্পন্ন জনা দশেক শিশু, কিশোর ও যুবক । দলে দু’একজন মধ্যবয়সীও রয়েছেন । কাটোয়ার গোয়াই গ্রামের প্রেমানন্দ ডিজেবল আশ্রমের ওই সমস্ত আবাসিকরা প্রত্যেকেই মুক-বধির ও অনাথ । আশ্রমের কর্মকর্তা শুভম দত্ত বলেন, ‘দুর্গাপূজায় একদিনের জন্য আশ্রমিকদের মন্ডপে মন্ডপে ঘুরিয়ে ঠাকুর দেখানোর ব্যাবস্থা করা হয় । এবারেও ওই সমস্ত অসহায়দের ঠাকুর দেখার ব্যাবস্থা করা হয়েছে ।’
তবে শুধু ঠাকুর দেখাই নয়,গলায় সচেতনতামূলক বার্তা লেখা পোস্টার ঝুলিয়ে করোনা নিয়ে প্রচার চালালেন আশ্রমিকরা । পোস্টারের মাধ্যমে মাস্ক- স্যানিটাইজার ব্যাবহারের পাশাপাশি ভিড়ের মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখার বার্তা দেওয়া হয় ।।