এইদিন ওয়েবডেস্ক,বীরভূম,১৩ অক্টোবর : মহাঅষ্টমী দিন ছেলের বাইকের পিছনে চড়ে আত্মীয় বাড়ি যাচ্ছিলেন মহিলা । কিন্তু মাঝ রাস্তাতে বাইকের সঙ্গে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে যায় । ছেলের অল্পসল্প আঘাত লাগলেও গুরুতর জখম হয়েছেন মা । বুধবার সকালে দূর্ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার দুবরাজপুর থানার আশ্রম মোড়ের কাছে সাঁইথিয়া-সিউড়ি রোডে । আহত মহিলার নাম ঝর্ণা সূত্রধর(৪৫) । তাঁর বাড়ি পশ্চিম বর্ধমান জেলার ইছাপুরে । বর্তমানে তিনি সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন । মহিলার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে ।
স্থানীয় সুত্রে জানা গেছে,ঝর্ণা সূত্রধর নামে ওই মহিলার এক আত্মীয় বক্রেশ্বরে থাকেন । এদিন সকাল তাঁর ২২ বছর বয়সী ছেলে তাঁকে বাইকে চাপিয়ে আত্মীয় বাড়ির উদ্দেশ্যে রওনা হন । বাইকটি সাঁইথিয়া-সিউড়ি রোড ধরে যাওয়ার সময় আশ্রম মোড় টোল ট্যাক্সের সামনে আসতেই দুবরাজপুরগামী একটি বেসরকারি বাসের সাথে সংঘর্ষ হয় মোটর বাইকটির । ঝর্ণাদেবী ও তাঁর ছেলে দু’জনেই ছিটকে পড়েন । ছেলে অল্প বিস্তর জখম পেলেও গুরুতর আহত হন মা । স্থানীয় বাসিন্দারা ছুটে আসে আহত মা ও ছেলেকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে দুবরাজপুর গ্রামীন হাসপাতালে নিয়ে যায় । ছেলেকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও মায়ের অবস্থা গুরুতর হওয়ায় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।
জানা গেছে, এদিকে দূর্ঘটনার পরেই বাসটি ফেলে চম্পট দেয় চালক ও খালাসি । এরপর ক্ষিপ্ত গ্রামবাসীরা বাসটিকে ঘিরে তুমুল বিক্ষোভ শুরু করে দেয় । বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষনের জন্য যান চলাচল ব্যাহত হয় । পরে খবর পেয়ে দুবরাজপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । বাসটিকে আটক করেছে পুলিশ ।।