দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১২ অক্টোবর : এলাকার দুঃস্থ পরিবারের শিশু,মহিলা ও বৃদ্ধ-বৃদ্ধাদের হাতে নতুন পোশাক দেওয়ার পর এবার শিশুদের পূজো পরিক্রমা করাতে উদ্যোগী হলেন ভাতার থানার ওসি সৈকত মণ্ডল ও ‘ভাতার-পূর্ব বর্ধমান’ নামে একটি ফেসবুক গ্রুপের সদস্যরা । মঙ্গলবার প্রায় ১৫ জন দুঃস্থ পরিবারের শিশুদের বাসে চাপিয়ে এলাকার মণ্ডপ ও প্রতিমা দর্শন করানো হল । শিশুদের সঙ্গে তাদের মায়েরাও ছিলেন । ভাতার থানার ওসি ও ভাতারের ওই ফেসবুক গ্রুপের এই প্রকার মানবিক উদ্যোগের প্রশংসা করেছে এলাকার বাসিন্দারা ।
বিগত দু’বছর ধরে লকডাউন পরিস্থিতির কারনে কাজ হারিয়েছেন দিন আনা দিন খাওয়া পরিবারের বহু মানুষ । ফলে চরম বিপাকে পড়ে গেছে ওই সমস্ত পরিবারগুলি । দু’বেলার অন্ন সংস্থান করতে গিয়ে পরিবারগুলিকে কঠিন সমস্যার মধ্যে পড়ে গেছে । শারদোৎসবে বাড়ির সদস্যদের জোটেনি নতুন পোশাক । মূলত এলাকার ওই সমস্ত পরিবারগুলির শিশু,মহলা ও বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য ভাতার থানার ওসি ও ওই সোশ্যাল মিডিয়া গ্রুপের সদস্যরা যৌথভাবে নতুন পোশাক বিতরন করতে উদ্যোগী হন । মহাপঞ্চমীর দিন পোশাক বিতরন করা হয়েছিল । এবার মহাসপ্তমীর দিন তাঁরা যৌথভাবে বেশ কয়েকটি পরিবারের দুঃস্থ শিশুদের পুজো পরিক্রমা করাতে উদ্যোগী হলেন ।
শিশুদের পুজো পরিক্রমার জন্য এদিন একটি বাস ভাড়া করা হয়েছিল । শিশুদের দেখভালের জন্য ছিলেন তাদের মায়েরা । সবার হাতে দেওয়া হয় একটি করে মিষ্টির প্যাকেট । তারপর বাসে চড়িয়ে ঘোরানো হয় ভাতার বাজার ও বলগোনা বাজারের কয়েকটি পুজোমণ্ডপে । করোনা পরিস্থিতির মাঝে এভাবে বাসে চড়ে ঘুরে মণ্ডপ ও প্রতিমা দর্শন করার সুযোগ পেয়ে খুশি ওইসমস্ত কচিকাঁচার দল ।।