এইদিন ওয়েবডেস্ক, ভাতার, পূর্ব বর্ধমান,১২ অক্টোবর: ভাতারের উদয় সংঘের শারোদৎসব এবছর ৫৬ বছরে পা দিল। মহাষষ্ঠীর বিকেলে দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা করা হয়। করোনা পরিস্থিতির কারনে এবারের পুজোমণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। তাই কিছুটা হলেও পুজোর আড়ম্বর কম। তবে উদয় সংঘের মন্দির সংলগ্ন এলাকায় বসেছে হরেক রকম স্টল। মহাষষ্ঠীর রাত থেকেই বাড়ছে দর্শনার্থীদের ভিড়।
ভাতার বাজারে যে ৮ টি সর্বজনীন দুর্গাপুজো হয় তাদের মধ্যে সবচেয়ে পুরানো পুজো উদয় সংঘের দুর্গাপুজো।বাজারে একমাত্র বারোয়ারি পুজোর স্থায়ী মন্দির রয়েছে। ক্লাবের সভাপতি তিলোক সাঁই জানান সাবেকি ধাঁচের সম্পূর্ণ ডাকের সাজের প্রতিমা করা হয়েছে।এটাই পুজোর বিশেষ আকর্ষণ। উদয় সংঘের পুজোর আনুষ্ঠানিক উদ্বোধনে ছিলেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী, প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা, ভাতারের ওসি সৈকত মণ্ডল এবং স্থানীয় সমাজসেবী অশোক হাজরা।
ক্লাবের সম্পাদক পার্থ হাজরা বলেন,” আমাদের পুজোর পাঁচদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হত। সরকারি বিধি মেনে এবছর হচ্ছে না।তাই দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে আমরা দেবীমূর্তিতে বেশি গুরুত্ব দিয়েছি ।’।