প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১১ অক্টোবর : প্রচুর পরিমাণ গাঁজা সহ এক গাঁজা কারবারীকে পাকড়াও করলো ভিলেজ পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার্সরা । ধৃতের নাম শেখ শাজাহান । তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের জামালপুর থানার কৃষ্ণচন্দ্রপুর গ্রামে । বিভিন্ন প্যাকেটে গাঁজা ভরেনিয়ে গোপনে এলাকায় বিক্রী করছিল শেখ শাজাহান । বিষয়টি নজরে আসতেই জামালপুর থানায় কর্মরত ভিলেজ পুলিশ মিজানুর রহমান মল্লিক ও তাঁর সঙ্গে থাকা সিভিক ভলেন্টিয়ার কবির মল্লিক এবং অসীম দাস হাতেনাতে ওই গাঁজা কারবারীকে ধরে ফেলে ।পুলিশের দাবি ধৃতের কাছ থেকে সবমিলিয়ে ১ কেজি পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে ।ধৃত শেখ শাজাহানের মাদক কারবারের জাল কতদূর বিস্তৃত রয়েছে তা পুলিশ খতিয়ে দেখছে ।পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ধৃতকে পেশ করা হবে বর্ধমান আদালতে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুজোর প্রাক্কালে
বেআইনি ভাবে মদ বিক্রি বন্ধের পাশাপাশি
যে কোন ধরণের মাদক দ্রব্যের কারবার বন্ধে
জেলা জুড়ে পুলিশি অভিযান জারি রয়েছে ।
জামালপুর থানার পুলিশও অভিযান চালিয়ে যাচ্ছে । সেই অভিযানে সামিল হয়েছে ভিলেজ পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার্সরা । শনিবার রাতে জামালপুর পুলমাথা এলাকার শ্মশান সংলগ্ন এক ব্যক্তির ডেরায় হানা দিয়ে ভিলেজ পুলিশ মিজানুর রহমান মল্লিক ও তাঁর টিম প্রচুর দেশী,বিদেশী মদ ও বিয়ার উদ্ধার করে । এদিন জামালপুর ১ পঞ্চায়েতের কৃষ্ণচন্দ্রপুর
এলাকায় নজরদারি চালাচ্ছিল ভিলেজ পুলিশ মিজানুর রহমান মল্লিক ও তাঁর সঙ্গে থাকা দুই সিভিক ভলেন্টিয়ার কবির মল্লিক এবং অসীম দাস। তখনই সেখানে শেখ শাজাহানের গাঁজা বিক্রী করার বিষয়টি তাঁদের চোখে পড়ে ।
দ্রুত সেখানে ছুটে গিয়ে ভিলেজ পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার্সরা শেখ শাজাহান কে ধরে ফেলে । তল্লাশীতে তাঁর কাছে থাকা একাধীক প্যাকেট থেকে উদ্ধার হয় ১ কেজি পরিমাণ গাঁজা । গাঁজা সহ শেখ শাজাহানকে তাঁরা থানায় তুলে নিয়ে এসে পুলিশের হাতে তুলেদেয় । পুলিশ শেখ শাজাহানকে ততক্ষণাত গ্রেপ্তার করে। এসডিপিও (বর্ধমান দক্ষিণ) আমিনুল ইসলাম খাঁনের পাশাপাশি জামালপুরবাসীও ভিলেজ পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার্দের এই কর্ম তৎপরতার তারিফ করেছেন ।।