শ্যামসুন্দর ঘোষ,কাটোয়া(পূর্ব বর্ধমান),১০ অক্টোবর : প্রদীপ নিভলেই কোনও না কোনভাবে পরিবারে অমঙ্গল হবেই । এই আশঙ্কায় পূজোর চারদিন ধরে দেবীর সামনে জ্বালিয়ে রাখা হয় গাওয়া ঘিয়ের প্রদীপ । পুরনো রীতি মেনে আজও সপ্তমী থেকে দশমী পর্যন্ত রাতদিন প্রদীপ আগলে রাখেন কাটোয়া-১ ব্লকের সরগ্রাম অঞ্চলের কামাল গ্রামের সোম পরিবারের লোকজন ।
কাটোয়া-১ ব্লকের মধ্যে বনেদি পরিবারগুলির মধ্যে অন্যতম কামাল গ্রামের সোম পরিবার । পূর্ব পুরুষরা কলকাতায় কাঁসা পিতলের ব্যাবসা করতেন । রামেন্দ্রপদ সোম নামে এক পূর্ব পুরুষ নিঃসন্তান ছিলেন । সন্তান প্রাপ্তির আশায় প্রায় ৭০ বছর আগে তিনি এই দূর্গাপূজোর সূচনা করেছিলেন । তবে তাঁর মনষ্কামনা পূরণ না হলেও আজও পুরনো রীতি মেনে সোম পরিবারের দূর্গাপূজো হয়ে আসছে । সোম পরিবারের সদস্যরা বর্তমানে পালা করে এই পূজো চালান বলে জানা গেছে ।
পরিবারের সদস্য উজ্জ্বল সোম বলেন,’আমাদের কূলদেবীর পূজোয় একটা নিয়ম এখনও কঠোরভাবে মেনে চলতে হয় । সেটা হল,দেবীর সামনে পূজোর চার দিন গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বেলে রাখতে হয় । কোনও ভাবে যদি প্রদীপ নিভে যায় তাহলে যাদের পালা তাঁদের কোনও না কোনও ক্ষতি হবেই । তাই কেউ না কেউ দিবারাত্র প্রদীপের সামনে বসে থাকে । কোনওভাবেই প্রদীপ নিভতে দেওয়া হয় না ।’
তিনি জানান,এছাড়া বিশেষ কিছু রীতিনীতি মেনে নিষ্ঠা সহকারে সোম পরিবারের দেবীর পূজো করতে হয় । নরনারায়নের সেবার জন্য অন্নভোগেরও ব্যাবস্থা করা হয় বলে তিনি জানান ।
প্রায় সোম পরিবারের দূর্গাপূজো পারিবারিক হলেও বর্তমানে তা সার্বজনীন রূপ পেয়েছে । রবিবার মহা পঞ্চমীর দিন পরিবারের সদস্যদের পাশাপাশি থেকেই মেতে উঠেছেন গ্রামবাসীরা ।।