এইদিন ওয়েবডেস্ক,চাঁচল(মালদা),১০ অক্টোবর : মহা চতুর্থীর রাতে বড়সড় ডাকাতির ছক বানচার করল মালদা জেলার চাঁচল থানার পুলিশ । আগ্নেয়াস্ত্রসহ ধরা পড়ে গেল চার কুখ্যাত দুষ্কৃতি । পুলিশ জানিয়েছে,পুলিশ জানিয়েছে ধৃতদের নাম শেখ হাসিবুল(৪৫) ,মজিবুর রহমান (২৬),বাবর আলি(৩৫) ও রাজ্জাক আলি(৫৫) । ধৃতদের মধ্যে প্রথম দু’জন চাঁচল এলাকার বাসিন্দা। বাকি দু’জনের বাড়ি যথাক্রমে মালদার হরিশ্চন্দ্রপুর ও উত্তর দিনাজপুরের ইটাহারে । চাঁচল থানার গৌরহন্ডের একটি আমবাগান থেকে তাদের গ্রেফতার করা হয়েছে । ধৃতদের কাছ থেকে একটি পিস্তল,এক রাউন্ড গুলি,একটি হাসুয়া, একটি ছুরি উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ । পাশাপাশি দুষ্কৃতিদের একটি স্মার্ট ফোন ও একটি মোটরবাইক পুলিশ আটক করেছে । পুলিশ ধৃতদের রবিবার চাঁচল মহকুমা আদালতে তুলে পাঁচ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় ।
পুলিশ সুত্রে খবর,শনিবার রাতে গোপন সুত্র থেকে খবর আসে চাঁচল থানার গৌরহন্ডের ওই আমবাগানে হরিশ্চন্দ্রপুর,ইটাহার ও চাঁচল থেকে বেশ কিছু কুখ্যাত দুস্কৃতি ডাকাতির উদ্দ্যেশে জড়ো হয়েছে । খবর পেতেই চাঁচল থানার পুলিশের একটি বড়সড় দল সেখানে হানা দেয় । পুলিশবাহিনী আমবাগানটিকে চারদিক থেকে ঘিরে ফেলে । তারই মধ্যে অন্ধকারের সুযোগ নিয়ে বেশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয় । শেষে ৪ জন ধরা পড়ে যায় ।
পুলিশ জানিয়েছে,ধৃতদের বিরুদ্ধে ডাকাতিসহ গুরুতর অভিযোগে মামলা চলছে । ওই দুষ্কৃতিদলটি চাঁচল থানা এলাকার কোনও ব্যাবসায়িক প্রতিষ্ঠানে ডাকাতি করার মতলব ছিল । কিন্তু দুষ্কৃতিদলের জমায়েত হবার খবর শনিবার বিকেলেই পুলিশের কাছে চলে আসে । যার ফলে ডাকাতির ঘটনাটি রুখতে সক্ষম হয়েছে পুলিশ । পুলিশ জানিয়েছে, চক্রের বাকিদের হদিশ পেতে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে ।।