দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১১ অক্টোবর : রবিবার মহা পঞ্চমীর দিন মানবিক উদ্যোগ নিলেন ভাতার থানার ওসি সৈকত মণ্ডল ও ভাতারের একটি সোশ্যাল মিডিয়া গ্রুপের সদস্যরা । শিশু ও মহিলা মিলিয়ে এলাকার শতাধিক দুঃস্থের হাতে তুলে দিলেন নতুন বস্ত্র । শারদোৎসবের শুরুতেই নতুন পোশাক পেয়ে খুশি কচিকাঁচারা ৷ এই প্রকার মানবিক উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ এলাকাবাসী ।
বিগত প্রায় দু’বছর ধরে করোনা পরিস্থিতির কারনে সব থেকে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষরা । বহু মানুষ কাজ হারিয়েছেন । ফলে পরিবারের দু’বেলা অন্নসংস্থানের জন্য প্রতিনিয়ত তাঁদের লড়াই করে যেতে হচ্ছে । তাই শারদোৎসবে পরিবারের জন্য নুন্যতম নতুন পোশাক পরিচ্ছদ কেনাটাও তাঁদের কাছে এখন বিলাসিতার সামিল । ওই সমস্ত পরিবারের অসহয়তার কথা চিন্তা করেই নতুন পোশাক বিলির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভাতারের ওই সোশ্যাল মিডিয়া গ্রুপের অ্যাডমিন হুম কুমার রানা ও অমিত সরকাররা ।
হুম রানা বলেন, ‘এলাকার কিছু দুঃস্থ শিশু ও মহিলাকে দূর্গাপূজো উপলক্ষে নতুন পোশাক কিনে আমাদের গ্রুপের মাধ্যমে বিলি করার বিষয়ে সম্প্রতি আগ্রহ প্রকাশ করেছিলেন ভাতার থানার ওসি সাহেব । তার আগেই পোশাক বিলির বিষয়ে আমাদের গ্রুপের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । বিষয়টি ওসি সাহেবকে বলি । তারপর ঠিক হয় মহা পঞ্চমীর দিন ভাতার বাজারের মহাপ্রভু তলায় পোশাক বিলি করা হবে ।’
অমিত সরকার জানিয়েছেন,সিদ্ধান্ত হওয়ার পর এনিয়ে গ্রুপে আবেদন রাখা হয় । যারা পোশাক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন তাঁদের নাম নথিভুক্ত করে রাখা হয়েছিল । সেই নাম অনুযায়ী এদিন পোশাক বিলি করা হল ।
এদিন সকাল থেকেই এলাকার দুঃস্থ পরিবারের শতাধিক শিশু, মহিলা,বৃদ্ধ-বৃদ্ধাকে পোশাক নিতে মহাপ্রভু তলায় ভিড় জমাতে দেখা যায় । তবে শিশুদের সংখ্যাই বেশি ছিল । বয়স অনুপাতে তাদের সকলের হাতে একটি করে নতুন পোশাক তুলে দেন সোশ্যাল মিডিয়া গ্রুপের সদস্য সদস্যা ও ভাতার থানার পুলিশকর্মীরা ।।