এইদিন ওয়েবডেস্ক,মাদ্রিদ,১০ অক্টোবর : বিগত প্রায় ৩ সপ্তাহ ধরে ক্রমাগত লাভা উদগীরণ করে চলেছে স্পেনের লা পালমা দ্বীপের আগ্নেয়গিরি কুম্ব্রে ভিয়েজা (Cumbre Vieja) । লাভার স্রোত বইছে ছোট্ট দ্বীপ শহরের একাংশ দিয়ে । ভস্মীভূত হয়ে গেছে বহু বাড়ি । ফুটন্ত লাভার তলায় চলে গেছে বিস্তীর্ণ এলাকার কৃষিজমি । স্পেনীয় জাতীয় ভূতাত্ত্বিক ইনস্টিটিউট (National Geological Institute of spain) থেকে জানানো হয়েছে, অগ্নুৎ্পাতের ফলে শনিবার ৩৭ বার ভূকম্পন অনুভূত হয় । যার মধ্যে সর্বাধিক মাত্রাটি ছিল রিখটার স্কেলে ৪.১ । পাশাপাশি আগ্নেয়গিরির জ্বালামুখের কাছে বজ্রপাত হতেও দেখা যায় বলে জানা গেছে ।
এদিকে ছাইয়ের কারণে বৃহস্পতিবার থেকে বন্ধ থাকার পর লা পালমার বিমানবন্দর পুনরায় চালু করা হয়েছে । অন্য সব ক্যানারি দ্বীপপুঞ্জের বিমানবন্দরগুলিও খোলা আছে বলে জানা গেছে । স্প্যানিশ এয়ার ট্রাফিক সুত্রে জানা গেছে, ছাইয়ের কারণে যদি বিমানের গতিপথ পরিবর্তন করতে হয় বা অবতরণে বিলম্ব হয় তার জন্য বিমান সংস্থাগুলিকে বিমানে অতিরিক্ত জ্বালানি লোড করার পরামর্শ দেওয়া হয়েছে ।
গত ১৯ সেপ্টেম্বর থেকে স্পেনের লা পালমা দ্বীপের কুম্ব্রে ভিয়েজা আগ্নেয়গিরি থেকে লাভা উদগীরণ শুরু হয় । তারপর থেকে সমানে উদগীরণ হয়ে যাচ্ছে । প্রায় ১,১৫০ টি বসতবাড়ি ও সংলগ্ন ৪৯৩ হেক্টর কৃষিজমি গ্রাস করে নিয়েছে কুম্ব্রে ভিয়েজার ফুটন্ত লাভা । বেশিরভাগই কলা চাষের জন্য ব্যবহৃত হয় কৃষিজমিগুলি । যা দ্বীপের অন্যতম প্রধান ফসল ।
জানা গেছে, লা পালমা দ্বীপের জনবসতি ৮৩ হাজার । তার মধ্যে ৬০০০ জন মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে । এদিকে জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সেসের বিজ্ঞানীরা লা পালমা দ্বীপে পৌঁছেছেন । গবেষনারত বিজ্ঞানীরা জানিয়েছেন,আগ্নেয়গিরি ৬,৩০০ মিটার লম্বা,এক হাজার মিটার চওড়া ও ২৫ মিটার পুরু । আকারাকৃতিই প্রমান করে কতটা ভয়াবহ আকার নিয়েছে স্পেনের লা পালমা দ্বীপের আগ্নেয়গিরি কুম্ব্রে ভিয়েজা ।।