দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৯ অক্টোবর : বাবার মৃত্যু বার্ষিকী উপলক্ষে নিজের খরচে ২৫০ মানুষকে ‘মা’ ক্যান্টিনে দুপুরের খাবার খাওয়ালেন পূর্ব বর্ধমান জেলার দাঁইহাট পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন শিশির মণ্ডল । পাশাপাশি তিনি জানিয়েছেন, ক্যান্টিনের ৭ দিনের যাবতীয় মুদিখানা সামগ্রীর খরচ তিনি বহন করবেন । শিশির মণ্ডল বলেন, ‘আমাদের মুখ্যমন্ত্রী গরিব মানুষদের সাহায্যার্থে মা ক্যান্টিন চালু করার উদ্যোগ নিয়েছেন । সরকার ভর্তুকি দিয়ে এই ক্যান্টিন চালাচ্ছে । সাধারণ মানুষদেরও সহযোগিতা করতে এগিয়ে আসা উচিত । তাতে সরকারের কিছু সাশ্রয় হয় । তাই আমার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই উদ্যোগ নিয়েছি ।’
লকডাউন পরিস্থিতিতে যখন একের পর এক মানুষ কর্মহীন হয়ে পড়ছিলেন। সংসার চালাতে গিয়ে তাঁদের হিমসিম খেতে হচ্ছিল । ওই সমস্ত গরিব ও শ্রমজীবী মানুষের মুখে একবেলার অন্ন তুলে দিতে রাজ্য জুড়ে ‘মা’ ক্যান্টিন চালু করার উদ্যোগ নিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ‘মা’ ক্যান্টিনের মাধ্যমে মাত্র ৫ টাকায় ডাল, সবজি, ডিম, ভাত মানুষের মুখে তুলে দেওয়া হচ্ছে । সারা রাজ্যের পাশাপাশি কাটোয়ার দাঁইহাটেও চালু হয় ‘মা’ ক্যান্টিন । রোজ শ’দেড়েক মানুষ এখানে দুপুরের খাবার খেতে আসেন বলে জানা গেছে ।
তবে এদিন দুপুরে ২৫০ জন মানুষের খাবারের আয়োজন করা হয়েছিল । মেনু ছিল ভাত,মটর পনির, দু’ধরনের শব্জি, বেগনী, চাটনি, দই, মিষ্টি প্রভৃতি । বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এদিনের খাওয়ার যাবতীয় খরচ বহন করেন শিশিরবাবু । তিনি জানান,২০১৭ সালে মৃত্যু হয় তাঁর বাবা রাজেশ্বর মণ্ডলের । এদিন ছিল চতুর্থ মৃত্যুবার্ষিকী । তাই বাবার স্মৃতিতে তিনি এই উদ্যোগ নিয়েছেন । শিশিরবাবুর এই প্রকার মানবিক উদ্যোগের তারিফ করেছেন এলাকার বাসিন্দারা । খুশি দুপুরে খেতে আসা হতদরিদ্র মানুষজন ।।