এইদিন ওয়েবডেস্ক,গাজোল(মালদা),০৯ অক্টোবর : পারিবারিক বিবাদের জেরে নিজের বৌদিকে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল সিভিক ভলেন্টিয়ার দেওরের বিরুদ্ধে । চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার গাজোল থানার রানীগঞ্জ এলাকায় । পুলিশ জানায় মৃতার নাম সুমিত্রা ঘোষ (২৯) । মৃতার স্বামী রাজু ঘোষও তাঁর দুই ভাইয়ের হামলায় জখম হয়েছেন । শনিবার এনিয়ে তিনি তাঁর দুই ভাইয়ের বিরুদ্ধে গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন । শুধু পারিবারিক বিবাদ নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে তা তদন্ত করে দেখছে গাজোল থানার পুলিশ ।
জানা গেছে,গাজোল থানার রানীগঞ্জ এলাকার বাসিন্দা রাজু ঘোষরা ৩ ভাই । তিনি বড় । মেজো উজ্জ্বল ঘোষ গাজোল থানার সিভিক ভলেন্টিয়ার হিসাবে কর্মরত রয়েছেন । ছোট অমিত ঘোষ বেকার । রাজু ঘোষ ও মৃতা সুমিত্রাদেবীর দুই শিশুসন্তান রয়েছে । তিন ভাই ও বাবা-মাকে নিয়ে যৌথ সংসার ছিল রাজুবাবুদের মৃতার আত্মীয়া বিন্দু ঘোষের কথায়, ‘কিন্তু দিন পনেরো আগে সুমিত্রারা পৃথক হয়ে যায় । তারপর থেকে সুমিত্রার শ্বশুর-শাশুড়ি বলতে শুরু করেন তাঁদের বড় ছেলেকে সম্পত্তির ভাগ দেওয়া হবে না । এনিয়ে ভাইদের মধ্যে প্রায়ই অশান্তি হত ।’
মৃতার স্বামী রাজু ঘোষ বলেন, ‘আমার বিশেষ রোজগার নেই । পৃথক করার পর দু’দিন বাবা-মা আমাদের তরিতরকারি দিয়ে সাহায্য করেছিল । তারপর সেই সাহায্যও বন্ধ করে দেয় । শুক্রবার আমি জুট মিলে কাজের সন্ধানে গিয়েছিলাম । শুক্রবার রাতে ফিরে এসে দেখি আমার স্ত্রী ও দুই ভাইয়ের মধ্যে তুমুল বচসা চলছে । আমি আমার স্ত্রীকে ঝগড়ার কারন জিজ্ঞাসা করি । তখন ছোটভাই অমিত এসে আমাকে পিছন থেকে চেপে ধরে থাকে । আমাকে মারতে শুরু করে । অন্যদিকে আর মেজো ভাই উজ্জ্বল একটা বাঁশ দিয়ে আমার স্ত্রীকে পিটিয়ে মেরে ফেললো ।’
জানা গেছে,সুমিত্রাদেবী মাটিতে লুটিয়ে পড়লে তাঁর দুই দেওর ঘটনাস্থল থেকে চম্পট দেয় । এরপর স্থানীয় লোকজন এসে ওই গৃহবধুকে উদ্ধার করে প্রথমে গাজোল গ্রামীণ হাসপাতালে ভর্তি করে । সঙ্গে আহত রাজু ঘোষকেও আনা হয় । রাজুকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও সুমিত্রাদেবীর অবস্থার অবনতি হওয়ায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় । কিন্তু শনিবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় । রাজু ঘোষ বলেন, ‘এখন আমার দুই শিশুসন্তানকে কে দেখবে ? আমি কাজ করবো না ওদের দেখাশোনা করবো ?’ এদিন তিনি থানায় অভিযোগ দায়ের করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন । অভিযুক্তদের সন্ধান চালাচ্ছে পুলিশ ।।