দিব্যেন্দু রায়,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),০৮ অক্টোবর : অধিকাংশ বাড়িতে টিউবওয়েল থাকলেও পানের জন্য জনস্বাস্থ্য কারিগরি বিভাগের(Public Health Engineering Department) জল প্রকল্প থেকে সরবরাহ করা জলের উপরেই মূলত নির্ভর করেন এলাকার বাসিন্দারা । কিন্তু বেশ কয়েকদিন ধরে বন্ধ রয়েছে জল সরবরাহ । ফলে বিপাকে পড়ে গেছেন পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর গ্রামের বেশ কয়েকটি পাড়ার বাসিন্দারা । দুর্গোৎসবের আগে যাতে ফের জল সরবরাহ শুরু হয় তার জন্য সংশ্লিষ্ট দপ্তর ও পঞ্চায়েতেও জানিয়েছিলেন এলাকার বাসিন্দারা । কিন্তু কাজের কাজ কিছু হয়নি । এনিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকায় । যদিও দ্রুত সমস্যা মিটে যাবে বলে আশ্বাস দিয়েছেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগের অ্যাসিষ্ট্যান্ট ইঞ্জিনিয়ার দেবাশীষ চট্টোপাধ্যায় ।
জানা গিয়েছে,মন্তেশ্বর গ্রামের উত্তরপাড়া, ধাওড়াপাড়া, মাইচপাড়ার মত বেশ কয়েকটি পাড়ার রাস্তার ধারে ধারে রয়েছে ট্যাপকল । মন্তেশ্বরের আগুনপুকুর এলাকায় মন্তেশ্বর-আসানপুর রোডের পাশে থাকা জনস্বাস্থ্য কারিগরি বিভাগ দ্বারা পরিচালিত জল প্রকল্প থেকে ওই সমস্ত ট্যাপে জল সরবরাহ হয় । সারা দিনে ৩ বার করে জল সরবরাহ করা হয় ট্যাপকলগুলিতে । সিংহভাগ বাড়িতে টিউবওয়েল থাকলেই ওই সমস্ত পাড়ার সমস্ত বাসিন্দারা সারা দিনের পানীয় জল ওই ট্যাপ কল থেকেই সংগ্রহ করে রেখে দেন । কিন্তু বেশ কয়েকদিন ধরেই জল সরবরাহ বন্ধ হয়ে গেছে । ফলে বিপাকে পড়ে গেছেন এলাকার কয়েক হাজার পরিবার । যাদের বাড়িতে টিউবওয়েল আছে তাঁদের খুব একটা সমস্যার মুখে পড়তে হচ্ছে না । কিন্তু যে সমস্ত পরিবারগুলি জল প্রকল্প থেকে সরবরাহ করা জলের উপরেই মূলত নির্ভরশীল সেই সমস্ত পরিবারগুলিকে পানীয় জল সংগ্রহ করতে গিয়ে চুড়ান্ত নাকাল হতে হচ্ছে ।
স্থানীয় বাসিন্দা উদয়চাঁদ মন্ডল,পশুপতি বন্দ্যোপাধ্যায়রা বলেন, ‘বিগত এক সপ্তাহ ধরে জল সরবরাহ বন্ধ হয়ে গেছে । ফলে পানীয় জলের জন্য আমাদের চুড়ান্ত নাকাল হতে হচ্ছে । বিষয়টি নিয়ে জনস্বাস্থ্য কারিগরি বিভাগ ও পঞ্চায়েতের দৃষ্টি আকর্ষণ করেছিলাম । কিন্তু কাজের কাজ কিছু হয়নি । দুর্গাপূজোর আগে যদি ফের জল সরবারহ করা হয় তাহলে আমরা খুব উপকৃত হই ।’
দিন সাতেক আগে জল প্রকল্পের মেশিন খারাপ হয়ে যাওয়ার কারনেই এই বিপত্তি বলে পিএইচই সুত্রে খবর । কিন্তু এতদিন কেটে গেলেও কেন মেশিন মেরামতির ব্যাবস্থা করা হল না,এনিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা । এই বিষয়ে মন্তেশ্বর পঞ্চায়েতের উপপ্রধান রফিকুল ইসলাম বলেন, ‘ওই জল প্রকল্প পরিচালনার দায়িত্ব রয়েছে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের উপর । যাতে দ্রুত জল সরবরাহ করা হয় তার জন্য পঞ্চায়েতের তরফ থেকে দপ্তরের কাছে অনুরোধ জানানো হয়েছে ।’।