দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৭ অক্টোবর : শারদোৎসবের দিনগুলিতে কাটোয়া শহরকে যানজট যানজটমুক্ত রাখতে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে টোটো চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করল পুলিশ । বাইরে থেকে টোটো যাতে কাটোয়া শহরের ভিতর ঢুকতে না পারে তার জন্য কাটোয়া বাসস্ট্যান্ডের কাছে, বাইপাস রোডে ও এসটিকেকে রোডসহ ৪ জায়গায় কাটোয়া শহরের প্রবেশ পথের ঠিক মুখেই পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার্সদের মোতায়েন করে রাখা হয়েছে বলে জানিয়েছেন কাটোয়া থানার আইসি তীর্থেন্দু গঙ্গোপাধ্যায় ।
জানা গেছে,কাটোয়া মহকুমা এলাকার কাটোয়া, কেতুগ্রাম ও মঙ্গলকোট ব্লকের বহু গ্রামের মানুষ পূজোর কেনাকাটার জন্য কাটোয়া শহরের বাজারে ভিড় জমাচ্ছেন । অনেকে গঙ্গাস্নানের জন্যও কাটোয়ায় আসছেন । ওই সমস্ত মানুষ মূলত টোটো ভাড়া করে কাটোয়ায় আসছেন বলে খবর ।
এমনিতেই কাটোয়া শহরে টেম্পোরারি আইডেন্টিফিকেশন নম্বর (টিন) যুক্ত ৩৬৮ টি টোটো রয়েছে । এর বাইরেও বহু টিন নম্বর বিহীন টোটো চলাচল করে শহরে । তার উপর বাইরে থেকে প্রচুর সংখ্যায় টোটো কাটোয়া শহরে ঢোকায় যানজট মোকাবিলা করতে গিয়ে কার্যত চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছিল কাটোয়া থানার পুলিশকে । এরপরেই শহরে টোটো চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করে পুলিশ । বিশেষ করে টিন নম্বরবিহীন টোটোর উপর বেশি নজর রাখছে পুলিশ । বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ১৬ টি টিন নম্বরবিহীন টোটো আটক করা হয়েছে বলে জানা গেছে ।।