এইদিন ওয়েবডেস্ক, ভাতার(পূর্ব বর্ধমান)৭ অক্টোবর : কেউ কলেজছাত্র। কেউ স্কুলে পড়ে। শারোদৎসব উপলক্ষ্যে মহতী উদ্যোগ পূর্ব বর্ধমান জেলার ভাতারের কয়েকজন পড়ুয়ার। ‘১০ টাকার বাজার, পছন্দের অধিকার’ শীর্ষক অনুষ্ঠানে মাত্র ১০ টাকা মূল্যের বিনিময়ে বৃহস্পতিবার এলাকার বেশকিছু মহিলার হাতে তুলে দেওয়া হল তাঁতের শাড়ি। ‘এসো মানুষ হও’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত ওইসমস্ত পড়ুয়ারা। যারা সারাবছর নানান সমাজসেবামূলক কর্মকাণ্ডের মধ্যে যুক্ত থাকেন। শুধুমাত্র পূর্ব বর্ধমান জেলার মধ্যেই সীমাবদ্ধ নয়, জানা যায় মুর্শিদাবাদ জেলাতেও দুস্থ পরিবারের শিশুদের শিক্ষার জন্য একটি স্কুল চালিয়ে আসছে ‘এসো মানুষ হও।’
এদিন ভাতারের একটি লজে অভিনব অনুষ্ঠানের আয়োজন করা হয় ‘এসো মানুষ হও’ সংস্থার উদ্যোগে। সহযোগিতায় পাল্লারোড পলিমঙ্গল সমিতি। যেখানে ৭৫ জন মহিলাকে ১০ টাকা মূল্যের বিনিময়ে তাঁতের শাড়ি কেনার সুযোগ করে দেওয়া হয়। বস্তুত আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারের মহিলা, গৃহবধূদের দিকেই লক্ষ্য রেখে এই ধরনের কর্মসূচি নেওয়া হয়। এসো মানুষ হও সংস্থার সভাপতি সৌম্য রায়ের কথায়,” আমরা যদি বিনামূল্যে এই শাড়ি দিতাম তাহলে অনেকেই হয়ত সংকোচবোধ করতেন দান গ্রহন করার জন্য। আমরা স্বামীজীর ভাবধারায় বিশ্বাসী। তাই দানের প্রশ্ন নেই। এটা সেবা। আমরা মায়েদের দ্বিধার জায়গাটা দুর করার জন্যই ১০ টাকা মূল্য গ্রহন করছি।” সংস্থার সম্পাদক সৃজন মাহান্ত জানান, তারা নিজেদের হাতখরচ বাঁচিয়ে জমানো টাকায় এই ধরনের উদ্যোগ নিয়েছেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ঠরা। তারা এই পড়ুয়াদের প্রচেষ্টাকে সাধূবাদ জানান ।।