এইদিন ওয়েবডেস্ক,কোয়েটা,০৭ অক্টোবর : বৃহস্পতিবার ভোরে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্থানের বালুচিস্তান প্রদেশের বিস্তীর্ণ অঞ্চল । রিখটার স্কেলে ৫.৯ মাত্রার কম্পনে বালুচিস্তানের পার্বত্য এলাকার প্রচুর মাটির বাড়ির সঙ্গে একটি কয়লার খনিও ধূলিস্যাৎ হয়ে গেছে । সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে হারনাই ও বালুচিস্তান শহর এলাকা । বাড়ির দেওয়াল চাপা পড়ে ২০ জন নাগরিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে । আহত হয়েছে কমপক্ষে ৩০০ জন । মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিকরা ।
এদিন ভোর ৩.২০ নাগাদ পার্বত্য বালুচিস্তানের বিস্তীর্ণ অঞ্চলে জোরদার ভূকম্পন অনুভূত হয় ।
পাকিস্থানের ইসলামাবাদে স্থিত জাতীয় সিসমিক মনিটরিং সেন্টার(The National Seismic Monitoring Centre) থেকে জানানো হয়েছে কম্পনের উৎসস্থল ছিল হারনাইয়ের কাছে ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৫ কিমি গভীরে । রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৯ । বালুচিস্তান প্রদেশের কোয়েটা,সিবি,হারনাই, পিশিন,চমন,জিয়ারাট,ঝব ও কিলা সাইফুল্লাহ প্রভৃতি এলাকাগুলি ভূমিকম্পে প্রভাবিত হয়েছে । বিভিন্ন এলাকায় এখনও আফটার শক অনুভূত হচ্ছে।
হরনাই জেলার জেলা শাসক সোহেল আনোয়ার হাশমি জানিয়েছেন,এযাবৎ ২০ জনের মৃত্যু হয়েছে । মৃতদের মধ্যে অধিকাংশ শিশু ও মহিলা । বহু মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক । পাশাপাশি তিনি জানান,শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে । প্রচুর পরিবার বর্তমানে গৃহহীন হয়ে পড়েছেন । তিনি বলেন, ‘উদ্ধার কাজের সঙ্গে ত্রাণ সরবরাহ চলছে । সমস্ত হাসপাতালগুলিতে জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে ।’ পাশাপাশি এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি ।।