এইদিন ওয়েবডেস্ক,কালিয়াচক(মালদা),০৫ অক্টোবর : খোলা জায়গায় পড়ে ছিল একটি হাত বোমা । সেটি বল ভেবে খেলতে গিয়েছিল দুই কিশোর । আর তখন বোমাটি ফেটে গেলে দু’জনেই আহত হয় । মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মালদা জেলার কালিয়াচক থানার সুলতানগঞ্জ এলাকায় । ঘটনার পর আহত দুই কিশোরকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও নুর ইসলাম নামে এক কিশোরকে হাসপাতালে ভর্তি করে নেওয়া হয় । এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় কালিয়াচক থানার পুলিশ । পুলিশ ঘটনাস্থল থেকে জার ভর্তি তাজা বোমাও উদ্ধার করেছে বলে জানা গেছে ।
জানা গেছে,সুলতানগঞ্জ গ্রামেই বাড়ি আহত দুই কিশোরের । তাদের বাড়ির কিছুটা পাশেই রয়েছে একটি লিচু বাগান । এদিন সকালে দুই কিশোর ওই বাগানে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়েছিল । আর তখনই একটি বলের মত বস্তু তাদের নজরে পড়ে । তারা সেটি কুড়িয়ে বল ভেবে ছুড়তেই প্রবল শব্দে বিস্ফোরণ ঘটে যায় । এদিকে বিস্ফোরণের আওয়াজ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসে । তারপর দুই কিশোরকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।
খবর পেয়ে পুলিশ গিয়ে জার ভর্তি আরও কিছু বোমা উদ্ধার পরে । পরে বিকেল নাগাদ খবর পেয়ে বোম স্কোয়াড এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে । কে বা কারা কি উদ্দেশ্যে বোমাগুলি ওই লিচু বাগানে ফেলে রেখে গেছে তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ । এদিকে এক সঙ্গে এত বোমা উদ্ধার হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ।।