এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,০৫ অক্টোবর : বাইক ও টোটো চুরির চক্রের ৬ পাণ্ডাকে গ্রেফতার করল বাঁকুড়া জেলা পুলিশ । পুলিশ জানিয়েছে ধৃতদের নাম নাসিম আনসারি,সেলিম শেখ,মহম্মদ সানি,আবিদ আনসারি,গোর্খা খুরেশি ও আসলাম শেখ । ধৃতদের মধ্যে প্রথম ৫ জনের বাড়ি পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ থানা এলাকায় । আসালাম বাঁকুড়া জেলার শালতোড়ার বাসিন্দা । ধৃতদের কাছ থেকে চুরি করা ১৪ টি টোটো ও ২০ টি বাইক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।
মঙ্গলবার মেজিয়া থানায় এনিয়ে একটি সাংবাদিক বৈঠক করেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার । তিনি বলেন, ‘চলতি বছরের ফেব্রুয়ারী মাস থেকে জুন মাস পর্যন্ত গঙ্গাজলঘাটি, শালতোড়া, ছাতনা ও মেজিয়া এলাকায় দু’টি টোটো ও চারটি মোটরবাইক চুরি যায় । ঘটনার তদন্তে নেমে সেপ্টেম্বর মাসে একটি চক্রকে আমরা চিহ্নিত করি । প্রথমে রানিগঞ্জের বাসিন্দা নাসিম আনসারিকে গ্রেফতার করা হয় । তাকে জিজ্ঞাসাবাদ করে একই এলাকার বাসিন্দা সেলিম শেখের নাম জানতে পারা যায় । তাকে গ্রেফতারের পর জেরা করে এই চক্রের আরও তিন পান্ডা মহম্মদ সানি, আবিদ আনসারি, গোর্খা খুরেশির হদিশ পাওয়া যায় । তাদের সকলকেই রানীগঞ্জের বল্লভপুর থেকে গ্রেফতার করা হয় । ওই ৫ জনের কাছ থেকে বিপুল পরিমানে চোরাই বাইক ও টোটো উদ্ধার হয় । তারপর গত ২৬ সেপ্টেম্বরে শালতোড়া থেকে আসলাম শেখকে গ্রেফতার করা হয় । ধৃতদের কাছ থেকে মোট ১৪ টি টোটো ও ২০ টি বাইক উদ্ধার করা হয়েছে । তার মধ্যে বাঁকুড়া জেলা থেকে চুরি গিয়েছিল ২ টি টোটো ও ৪ টি বাইক । বাকি টোটো ও বাইকগুলি পশ্চিম বর্ধমান,পুরুলিয়া প্রভৃতি জেলা ছাড়াও ঝাড়খন্ড থেকে চুরি করে এনেছিল ওই চক্রটি ।’
পুলিশ সুত্রে খবর,প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে ধৃতরা মহিলাদের বিভিন্ন সাজসরঞ্জামসহ অনান্য সামগ্রী ঘুরে ঘুরে ফেরি করে বেড়াতো । সেই সময় তারা প্রথমে টার্গেট চিহ্নিত করত । তারপর সুযোগ বুঝে টোটো ও বাইক চুরি করে চম্পট দিত ওই দুষ্কৃতিদল । এই চক্রের জাল কতদূর বিস্তৃত তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ ।।