এইদিন ওয়েবডেস্ক,পাণ্ডবেশ্বর(পশ্চিম বর্ধমান),০৫ অক্টোবর : একাধিক দাবিতে ইসিএলের খনি বন্ধ করে বিক্ষোভ দেখালো তৃণমূলের লোকজন । মঙ্গলবার সকালে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের ডালুরবাধ খোলামুখ খনির সামনে বেশ কিছু তৃণমূল কর্মী ও সমর্থক জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে । বিক্ষোভকারীদের তরফ থেকে রাস্তা ও নিকাশি নালা সংস্কার,বিশুদ্ধ পানীয় জলের ব্যাবস্থা ও পূজোতে খনির শ্রমিকদের বোনাস দেওয়ার দাবি তোলা হয় । বিক্ষোভের জেরে প্রায় ঘন্টা তিনেক খনির কাজ বন্ধ থাকে । শেষে ইসিএল কর্তৃপক্ষ আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় ।
স্থানীয় তৃণমূল নেতা সন্তোষ পাসোয়ান বলেন, ‘ডালুরবাধ থেকে ডিভিসির যে সড়ক পথ আছে সেটির অবস্থা খুবই খারাপ । অনেক জায়গায় পরিশ্রুত পানীয় জলের ব্যাবস্থা নেই । ইসিএল খনি কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়েছে পূজোর আগে ওই সড়ক পথ মেরামতি ও পানীয় জলের ব্যাবস্থা করতে হবে ।’ পাশাপাশি তাঁর দাবি কেন্দ্রা অঞ্চলে ইসিএলের অধীন যত রোড ও নিকাশি নালা আছে তার সংস্কার করতে হবে । মশা মাছির উপদ্রপ বন্ধ করতে এলাকায় ব্লিচিং পাউডার ছড়াতে হবে । এছাড়া পূজোর আগে খনি কর্মীদের বোনাস দিতে হবে ।’ দাবিপূরণ না হলে তিনি বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ৷।