এইদিন ওয়েবডেস্ক,ক্যালিফোর্নিয়া,০৫ অক্টোবর : সোমবার ফেসবুক-হোয়াটস অ্যাপ-ইস্ট্রাগ্রামের প্রায় ৬ ঘন্টা সার্ভিস ডাউনে ফেসবুকের শেয়ারে ব্যাপক ধস নামে । ওইদিন ফেসবুকের শেয়ার এক লাফে ৪.৯ শতাংশ কমে যায় । যার জেরে কোম্পানীর সিইও মার্ক জুকারবার্গকে (Mark Zuckerberg) ৬.১১ বিলিয়ন ডলার অর্থাৎ ৪৫,৫৫৫ কোটি টাকার ক্ষতির মুখে পড়তে হল । ব্লুমবার্গ বিলিওনিয়ারস ইনডেক্সের(Bloomberg Billionaires Index) এর হিসাবে জুকারবার্গের নেট মূল্য(net worth) ৬.১১ বিলিয়ন ডলার কমে বর্তমানে ১২২ বিলিয়ন ডলারে এসে নেমেছে । কিছুদিন আগেই ১৪০ বিলিয়ন ডলার নিট মূল্য নিয়ে বিশ্বের ধনীদের তালিকার চতুর্থ স্থান দখল করেছিলে জুকারবার্গ । এখন তিনি ফের বিল গেটসের(Bill Gates) এক ধাপ নিচে নেমে এলেন। বর্তমানে ১২৪ বিলিয়ন ডলার নিট মূল্য নিয়ে চতুর্থস্থানে রয়েছেন বিল গেটস ।
সোমবার রাত্রি ৯.১৫ নাগাদ ফেসবুক ও ফেসবুকের দুই সহযোগী সংস্থা হোয়াটস অ্যাপ ও ইস্ট্রাগ্রাম এই তিন সোশ্যাল মিডিয়া কাজ করা বন্ধ করে দেয় । প্রায় ৬ ঘন্টা বন্ধ থাকার পর মঙ্গলবার ভোর প্রায় ৪ টে নাগাদ ফের তিন সোশ্যাল মিডিয়া কাজ করতে শুরু করে । তিন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া দীর্ঘ সময় ধরে বন্ধ থাকার কারনে সারা বিশ্বে হৈচৈ পড়ে যায় । কিন্তু কেন এই বিপর্যয় ? এই বিষয়ে ফেসবুকের মুখ্য টেকনোলজি অফিসার জন গ্রাহাম কামিংয়ের কথায়, ‘বিজিপি আপডেটের ঝড়ে ইন্টারনেট থেকে ফেসবুক,হোয়াটস অ্যাপ ও ইস্ট্রাগ্রাম উধাও হয়ে গিয়েছিল ।’
এদিন পরিষেবা ফের শুরু হওয়ার পর ফেসবুকের তরফ থেকে ট্যুইট করে বিশ্বজুড়ে ওই ৩ সোশ্যাল মিডিয়া ব্যাবহারকারীদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া হয় । ট্যুইটারে ফেসবুকের তরফ থেকে লেখা হয় , ‘গোটা বিশ্বের বিশাল সংখ্যক মানুষ ও ব্যাবসায়ীরা আমাদের উপর নির্ভরশীল । আমরা দুঃখিত । আমরা আমাদের অ্যাপস ও পরিষেবার ফের শুরু করার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছি । আমরা খুশি এই কারনে ফের অ্যাপসগুলি অনলাইনে ফিরে আসতে শুরু করেছে । আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ।’।