দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),০৪ অক্টোবর : প্রতি বছরের মত এবারের দুর্গাপূজার আয়োজন হতে চলেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার এওরা গ্রামের রামকৃষ্ণ আশ্রমে । সোমবার মা সারদার বিশেষ পূজার্চনার মধ্য দিয়ে দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা করা হয় । বেদ মন্ত্র পাঠ করেন আশ্রমের কর্ণধার তদ্রুপানন্দ মহারাজ । দুর্গোৎসব উপলক্ষে আশ্রমের তরফ থেকে এলাকার ১০১০ জন দুঃস্থ মহিলার হাতে এদিন নতুন কাপড়, আলতা, সিঁদুর প্রভৃতি সামগ্রী বিতরণ করা হয় । এছাড়া কচিকাঁচাদের হাতে তুলে দেওয়া হয় চকলেট ।
এদিন আশ্রমের বিশেষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী, আমারুন স্টেশন শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কান্তি চৌধুরীসহ বিশিষ্টজনেরা । প্রসঙ্গত,সারা বছর ধরেই বিভিন্ন সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে এওরা গ্রামের রামকৃষ্ণ আশ্রম । বিশেষ করে দুর্গোৎসবের সময় এলাকার দুঃস্থ মানুষদের হাতে আশ্রমের তরফ থেকে নতুন পোশাক তুলে দেওয়া হয় । এবারেও তার ব্যাতিক্রম হয়নি । এছাড়া দূর্গাপূজোর দিনগুলিতে আশ্রমে বিশেষ পূজানুষ্ঠানের আয়োজন করা হয় । পূণ্যার্থীদের জন্য অন্ন ভোগেরও ব্যাবস্থা করা হয় বলে জানিয়েছেন তদ্রুপানন্দ মহারাজ ।।