দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),০৪ অক্টোবর : উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষক মৃত্যুর ঘটনার প্রতিবাদে পূর্ব বর্ধমান জেলার ভাতারে মিছিল ও পথসভা করল সিপিএমের শাখা সংগঠন সারা ভারত কৃষক সভার ভাতার ব্লক নেতৃত্ব । এনিয়ে সোমবার বিকেলে ভাতার বাজারে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয় । গোটা ভাতার বাজার পরিক্রমা করে মিছিলটি । শেষে ভাতার বাজারের নাসিগ্রাম মোড়ে বর্ধমান-কাটোয়া রাজ্য সড়ক পথের পাশে পথসভা করা হয়৷ উপস্থিত ছিলেন স্থানীয় সিপিএম নেতা নজরুল হক,মিজানুর রহমান, সুভাষ মন্ডল প্রমুখ ।
নজরুল হক বলেন, ‘রবিবার লখিমপুর খেরিতে আন্দোলনরত ৮ কৃষককে গাড়ি চাপা দিয়ে পিষে ও গুলি করে মেরেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র । তাই সারা ভারত কৃষক সভার তরফ থেকে আমাদের দাবি অজয় মিশ্রকে পদত্যাগ করতে হবে । মন্ত্রীর ছেলে আশিস মিশ্রকে অবিলম্বে গ্রেফতার করতে হবে । সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতিদের দিয়ে ঘটনার তদন্ত করতে হবে । এটাই আমাদের সারা ভারত কৃষক সভার দাবি ।’ পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় মুখে যা বলেন কাজে তা করেন না ।’।