আজিজুর রহমান,গলসি,০৪ অক্টোবর : পূর্ব বর্ধমান জেলা পুলিশের সহযোগিতায় ও গলসি থানার পুলিশের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও ওষুধ বিলি করা হল সোমবার । গলসি থানা চত্বরে আয়োজিত বিশেষ এই শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন, সিআই সাধন বন্দ্যোপাধ্যায়,গলসি থানার ওসি দীপঙ্কর সরকার,খন্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগ প্রমূখ । ওসি দীপঙ্কর সরকার জানিয়েছেন, এদিন এলাকার পাঁচ শতাধিক সাধারণ মানুষ স্বাস্থ্য পরীক্ষা করাতে এসেছিলেন । তার মধ্যে অনেক মহিলা ও শিশুও ছিল । প্রত্যেককে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়েছে ।’ পাশাপাশি তিনি জানান, করোনা পরিস্থিতির কারনে পুরুষ,মহিলা ও শিশুদের জন্য পৃথক তিনটি ক্যাম্প করা হয়েছিল । স্বাস্থ্য পরীক্ষায় আগ্রহীদের আগে থেকে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছিল । ফলে একসঙ্গে বহু মানুষের জমায়েত এড়ানো সম্ভব হয়েছে ।
স্থানীয় বাসিন্দা মহবুবুল হক,কেরিমা বেগমরা বলেন, ‘গলসি থানার পুলিশের এই উদ্যোগ সত্যই প্রশংসনীয় । শুধু বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষাই নয় এদিন পুলিশের পক্ষ থেকে আমাদের বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হয়েছে । এই ধরনের ক্যাম্প নিয়মিত ব্যাবধানে করলে আমাদের মত দরিদ্র পরিবারের মানুষের প্রভূত উপকার হত ।’।