এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,০৩ অক্টোবর : মুম্বাই থেকে গোয়াগামী একটি প্রমোদতরীতে চলা মাদক পার্টি থেকে শাহরুখ পুত্র আরিয়ানসহ আটক ১৩ জনকে আটক করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (Narcotics Control Bureau) । আটকদের মধ্যে দিল্লির ৩ জন মহিলাও রয়েছেন । এনসিবির অভিযানে ওই প্রমোদতরী থেকে কোকেন ছাড়াও আরও তিন ধরনের মাদক উদ্ধার করা হয়েছে । যদিও জেরায় শাহরুখ পুত্র আরিয়ান জানিয়েছেন,তাঁকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল । তাই তাঁকে কোনও প্রবেশ মূল্য দিতে হয়নি বলে এনসিবি সূত্রে জানা গেছে ।
সুত্রের খবর,কর্ডেলিয়া নামে ওই প্রমোদতরীতে শাহরুখ তনয় ছাড়াও প্রায় ৬০০ জন হাইপ্রোফাইল মানুষ মাদক পার্টিতে যোগ দিয়েছিলেন । ওই মাদক পার্টির প্রবেশ মূল্য ছিল ৮০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত । জেরায় আরিয়ান দাবি করেছেন তাঁর নাম ভাঙিয়ে একাধিক মানুষকে ওই পার্টিতে আসার জন্য বলা হয়েছিল । তবে পার্টিতে কি হবে তা জানতেন না বলে তদন্তকারী আধিকারিকদের কাছে দাবি করেছেন শাহরুখ পুত্র । পার্টিতে আরিয়ানের কি ভূমিকা ছিল জানতে তাঁর মোবাইল আটক করে খতিয়ে দেখছে এনসিবি । পাশাপাশি পার্টির উদ্যোক্তা হিসেবে ৬ জন ব্যক্তিকে এনসিবি চিহ্নিত করতে পেরেছে বলে জানা গেছে ।
জানা গেছে,রবিবার আটক ৩ মহিলাকে মুম্বাইয়ের এনসিবির কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয় । পার্টিতে যাঁরা শুধু মাদক সেবন করেছেন কিন্তু কোনও লেনদেন করেননি এদিন তাঁদের মুম্বাইয়ের এনডিপিএস কোর্টে তোলা হবে বলে জানা গেছে ।।