এইদিন ওয়েবডেস্ক,চন্ডীগড়,০৩ অক্টোবর : ‘মনে হচ্ছে পুরো কংগ্রেস দলটাই নবজ্যোত সিং সিধুর মতো কমেডি শুরু করে দিয়েছে ।’ এই ভাষাতেই দলীয় নেতৃত্বকে নিশানা করলেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং । পাঞ্জাবের দায়িত্বে থাকা হরিশ রাওয়াতের পর কংগ্রেস নেতা সুরজেওয়ালার মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন । প্রসঙ্গত,গত শুক্রবার হরিশ রাওয়াত দাবি করেছিলেন,পাঞ্জাবের ৪৩ জন কংগ্রেস বিধায়ককের স্বাক্ষরিত চিঠির ভিত্তিতেই হাইকমান্ড ক্যাপ্টেনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে । এর পরের দিনেই কংগ্রেসের সর্বভারতীয় মুখপত্র রণদীপ সুরজেওয়ালা একটি বিবৃতি জারি করে জানান, পাঞ্জাবের ৭৮ জন বিধায়কের স্বাক্ষরিত চিঠির ভিত্তিতে ক্যাপ্টেনকে সরানো হয়েছে । দুই দলীয় নেতৃত্বের এই দাবিকে ‘ভুলে ভরা হাস্যকৌতুক’ বলে কটাক্ষ করেন ক্যাপ্টেন অমরিন্দর সিং ।
কংগ্রেসের দুই শীর্ষ নেতার দুই পৃথক দাবির প্রত্যুত্তরে ক্যাপ্টেন অমরিন্দর সিং মজা করে ট্যুইটারে লেখেন, ‘এরপর দাবি করা হবে ১১৭ জন বিধায়ক আমার বিরুদ্ধে চিঠি লিখেছিলেন ।’ এরপর তিনি দাবি করেন, ‘আসলে ৪৩ জন বিধায়ককে চাপ দিয়ে আমার বিরুদ্ধে স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছে ।’ তিনি বলেন, ‘এটা দেখে দুঃখ হয় যে,অন্যায় কাজকে সঠিক প্রমান করার জন্য প্রকাশ্যে মিথ্যার আশ্রয় নেওয়া হচ্ছে ।’
এরপর দলীয় নেতৃত্বকে নিশানা করে ক্যাপ্টেন বলেন, ‘যারা দলীয় নেতৃত্বের কাছে চিঠি স্বাক্ষর করেছেন তার পৃথক পৃথক পরিসংখ্যানই প্রমাণ করছে যে কংগ্রেস নেতাদের মধ্যে আত্মবিশ্বাসের কতটা অভাব রয়েছে । বর্তমানে দলে এমন অবস্থা হয়েছে যে মিথ্যাকে সঠিকভাবে সমন্বয়ও করতে পারছে না । পাঞ্জাবে কংগ্রেস সম্পূর্ণ বিভ্রান্তিপূর্ণ অবস্থায় রয়েছে ও ক্রমশ সংকট বেড়েই চলেছে । দলের বরিষ্ঠ নেতাদের একটি বড় অংশ দলের কাজকর্ম নিয়ে হতাশ হয়ে পড়েছেন ।’ অমরিন্দর সিং বলেন,’কংগ্রেসের নেতাদের বক্তব্য থেকে স্পষ্ট যে, পাঞ্জাবে কংগ্রেস এখন সম্পূর্ণ আতঙ্কের মধ্যে রয়েছে । দল অভ্যন্তরীণ বিশৃঙ্খলার সাথে লড়াই করছে ও নিজেদের ব্যার্থতার দায় দূর করার জন্য মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে ।।